শিরোনাম
বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে নগরীর দুই নং রেল গেইট এলাকায় আওয়ামীলীগ অফিসের সামনে এ সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি নুর ইসলাম চৌধুরী, মনিরুজ্জামান মনির, যুগ্ম সম্পাদক আহসান হাবিব। নগরীর চাষাঢ়া মোড় থেকে মহানগর ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনুর নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে। এ ছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর খন্ড খন্ড বিক্ষোভ মিছিল বের করে। মিছিল গুলো নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের যে কোন সন্ত্রাস মূলক কর্মকান্ড প্রতিহত করা হবে। বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র দেশের মাঠিতে সফল হতে দেয়া হবে না। #