শিরোনাম
গণসমাবেশে ঘিরে ঢাকার প্রবেশ দার নারায়নগঞ্জে সর্বোচ্চ শতর্কাবস্থানে পুলিশ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিএনপি’র সমাবেশকে ঘিরে ঢাকার প্রবেশ মুখে নারায়ণগঞ্জে জনসাধারনের নির্ভিগ্নে চলাচলা ও যানমালের নিরাপত্তায় আইনশৃংখলাবানী সর্বোচ্চ শতর্কাবস্থায় রয়েছে। ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ৭ টি ও জেলার অন্যান্য স্থানে ৩ টি সহ মোট ১১ টি নিরাপত্তা চৌকি স্থাপন করেছে পুলিশ।
তৃতীয় দিনের মত এসব নিরাপত্তা চৌকিতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশী চলাচ্ছে পুলিশ। আজ সন্ধ্যা পর্যন্ত পুলিশ এ দায়িত্ব পালব করবে।
তবে মহাসড়কে যানবাহন চলাচলের সংখ্যা গত দুদিনের চেয়ে কম। ঢাকার প্রবেশ দার হওয়ায় মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক, চিটাগাংরোড ও কাঁপুর পয়েন্টে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছেন তারা। জেলায় ১১ টি নিরাপত্তা চৌকিতে সাড়ে ৮’শ পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আমির খসরু জানিয়েছে, নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক শান্তিপূর্ন পরিবেশ রয়েছে। গণসমাবেশকে ঘিরে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখা, মানুষের মনে স্বস্তি আনা এবং নাশকতা এড়ানো সহমানুষের নির্বিগ্নে চলাফেরা যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ
সর্বোচ্চ শতর্কাবস্থায় চেকপোস্টে তল্লাশী চালাচ্ছে। নারায়ণগঞ্জ জেলায় ১১ টি গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশীচৌকি স্থাপন করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ সদর থানার শহরে চাষাঢ়া, মন্ডলপাড়া, সৈয়দপুর পয়েন্ট সহ ফতুল্লার ঢাকা চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জে মৌচাক, সোনারগাঁও কাঁচপুর পয়েন্ট, বন্দর থানায় নবীগঞ্জ মোড়, রূপগঞ্জে সুলতানা কামাল ব্রীজ ও বালু নদী ব্রীজ, আড়াইহাজারে ঢাকা সিলেট মহাসকের সোনপাড়া ও বিশনন্দি ফেরিঘাটের জালাকান্দি এলাকায় মোট ১১ টি চেক পয়েন্টে কঠোর নজরদারি করা হচ্ছে। নারায়ণগঞ্জ – ঢাকা রুটে সবধরনের গণপরিবহন সচল থাকলেও তুলনামূল কম চলাচল করছে। #