শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জের সর্বস্তরে মহান বিজয় দিবস উদযাপন
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর চাষাঢ়ায় বিজয় স্তম্ভে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়া নগরীর ইসদাইর এলাকায় ওসমানি স্টেডিয়ামে কুচকাওয়াজ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার স্কাউট, বিএনসিসি দল ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়। এতে উপস্থিত ছিলেন ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ প্রশাসনের উর্ধতন কর্মকতারা। নগরীর দুই নম্বর রেল গেইট এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্দা জানান নারায়ণগহঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। পরে জেলা খেলাঘর আসরের উদ্যোগে বর্ণাঢ্য পতাকা মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। #