শিরোনাম
আড়াইহাজারে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল থেকে ছাত্রলীগের আড়াইহাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ মিছিলে মিছিলে মুখরিত করে তোলে আড়াইহাজারের প্রতিটি সড়ক। সকাল থেকে উপজেলা ছত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরিফ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে দফায় দফায় ছাত্রলীগের ব্যানার, ফেষ্টুন নিয়ে মিছিল চলতে থাকে। এ সময় ছাত্রলীগ কর্মীরা বঙ্গবন্ধুর নামে বিভিন্ন শ্লোগানে এলাকা মুখরিত করে তোলে। পরে উপজেলা পরিষদ এলাকায় মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি। উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠনের সিনিয়র নেতারা অনুষ্ঠানে উপস্থিত হন। #