শিরোনাম
২৮ ফেব্রুয়ারী একেএম শামীম ওসমান এমপি’র জন্মদিন
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ২৮ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ – ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের জন্মদিন। ১৯৬১ সালের ২৮ ফেব্রুয়ারী প্রভাবশালী রাজনৈতিক পরিবারে শামীম ওসমান জন্মগ্রহন করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরণোত্তর স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক গণপরিষদের সদস্য ও ভাষা সৈনিক একেএম শামসুজ্জোহার ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে ছোট ছেলে একেএম শামীম ওসমান ।
৮০’র দশকের প্রথমভাগে সরকারি তোলারাম কলেজের ছাত্রলীগের রাজনীতি দিয়ে শামীম ওসমান রাজনীতি শুরু করেন । ৮১ সালে তিনি তোলারাম কলেজে ছাত্র ছাত্রী সংসদের ভিপি নির্বাচিত হন । পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি হয়ে স্বৈরাচার বিরোধী সংগ্রাম করতে গিয়ে একাধিকবার কারাবরণ করেন । পরবর্তীতে শহর আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হযন ।
১৯৯৬ সালে নারায়ণগঞ্জ -৪ ( ফতুল্লা – সিদ্ধিরগঞ্জ ) আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি । একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। স্বাধীনতা বিরোধীদের নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করে ব্যাপক আলোচনায় আসেন। তোলারাম কলেজে অনার্স মাস্টার্স কোর্স চালু , রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন , নতুন আদালত ভবন , জেলা কারাগার নির্মাণ শামীম ওসমানের বড় কাজগুলোর অন্যতম । ব্যক্তিগত জীবনে শামীম ওসমান এক ছেলে ও এক মেয়ে সন্তানের পিতা । শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান। #