শিরোনাম
নারায়ণগঞ্জে সর্বস্তরে পালিত হলো ৭ মার্চ | বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন মুক্তির পথ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে নানা কর্মসূচীর মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান জেলার সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ নানা স্কুল কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ। সকাল দশটায় জেলা আওয়ামীলীগ কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পনের মাধ্যম্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সহ জেলা আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ। এ সময় ডা. আইভী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষন থেকে আমরা কাজের দিক নির্দেশনা পাই। এটি শুধু একটি ভাষনই নয়, এটি হচ্ছে দেশ গঠনের অনুপ্রেরনার একটি নাম।
সট: ডা. সেলিনা হায়াৎ আইভী; মেয়র: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
এছাড়াও দিনের কর্মসূচী হিসেবে রয়েছে চিত্রাংকন প্রতিযোগীতা, জেলার বিশেষ বিশেষ স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চ ভাষন প্রচার, আলোচনা সভা, বঙ্গবন্ধু কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা ও ডকুমেন্টরী প্রদর্শন। #