শিরোনাম
২০০০ ব্যাচের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০০ নারায়ণগঞ্জ এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার ১৯ এপ্রিল ২৭ রমজানে জামতলা রউফ টাওয়ার থেকে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ এর ২০০০ বেচ লিজেন্ড নারায়ণগঞ্জ এর বন্ধুদের সার্বিক আর্থিক অনুদানে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, সামাই, চিনি অলু, পিয়াজ এর সমন্নয় প্রস্তুতকৃত উপহারের পেকেট প্রায় ২০০ পরিবারের হাতে তুলে দেয়া হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০০, লিজেন্ড নারায়ণগঞ্জ গ্রুপের মরডারেটর দিনা আমিন,, লিজেন্ড শইলেন বিশ্বাস, নূর এ আলম সেজান।
গ্রুপের মরডারেটর রাকিবুল হাসান রিপন, ইভান আহম্মেদ ইকবাল, ডা: আমির হোসেন। গ্রুপের বন্ধুদের মধ্যে বাবুল হোসেন, সাইফুল ইসলাম, টুনটুনি রহমান, পারভেজ সহ আরো অনেকে।
শহরের জামতলা,কাশিপুর, পালপাড়া, পাইকপাড়া সহ বিভিন্ন এলাকার মানুষের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। #