শিরোনাম
রাস্তায় পড়ে থাকা মূমুর্ষ রিকসা চালককে চিকিৎসা সহায়তা দিল প্রেরণা সংগঠন
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে থাকা একজন বৃদ্ধ মূমুর্ষ রিকসা চালককে চিকিৎসা সহায়তা দিল প্রেরণা সংগঠনের সদস্যরা।
অসুস্থ্য রিকসা চালকের নাম বিল্লাল হোসেন (৬৫)।
সে পশ্চিম মাসদাইর এলাকার রাসেলের গ্যারেজের গাড়ি চালক। আজ শুক্রবার ২৮ এপ্রিল দিবাগত রাত ১১ টায় শহরের দেওভোগ পাক্কা রোড খানকা সড়ক এলাকায় গুরুত্বতর অসুস্থ্য হয়ে তার চালানো রিকসার চাকা ধরে রাস্তায় পড়ে ছিল।
পরে এলাকাবাসি তাকে অসুস্থ্য দেখতে পেয়ে প্রেরণা সংগঠনের সদস্যদের জানায়। পরে সংগঠনের সদস্যরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যাবস্থা করে। পরে তাকে সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ্য হলে তার গাড়ি মালিক রাসেল মিয়ার হাতে তুলে দেওয়া হয়। এসময় প্রেরণা সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের সাধারন সম্পাদক হাসান উল রাকিব সহ সংগঠনের কোষাদক্ষ মোঃ জুম্মান হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া মিতু, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আজম খান, সদস্য রোকন আহম্মদ উপস্থিথ ছিলেন।
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎক ডা. গোলাম মোস্তফা ইমন রুগি সম্পর্কে জানিয়েছেন, তার শ্বাসকষ্ট, হার্ড ইনফেকশন সহ নানারকম সমস্যা আছে। রোগিরকে যখন হাসপাতালে নিয়ে তার প্রচন্ড শ্বষকষ্ট হচ্ছিল। বার্ধ্যকের কারনে তার নানারকম সমস্যা তৈরী হয়েছে। রোগির প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করা হয়েছে।
#