শিরোনাম
মাইনুদ্দিনের খুনি মাহিনের বিচারের দাবিতে মানববন্ধন
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ বন্দর উপজেলার চানপুর বাইতুল আমান জামে মসজিদে বিগত মাহে রমজানের এ’তেকাফরত অবস্থায় মো: মাইনুদ্দিন কে কুখ্যাত খুনি মাহিন কতৃক নির্মমভাবে হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত।
কলাগাছিয়া ইউনিয়ন সর্বস্তরের জনগনের উদ্যোগে ১ মে (সোমবার) সকালে চানপুর বাইতুল আমান জামে মসজিদের সামনে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মওলানা গাজী মোহাম্মদ তামিম বিল্লাহ আল-কাদরীর সভাপতিত্বে প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন, আলহাজ্ব মওলানা নোমান আল-কাদরী, সাবেক মেম্বার মো: অলিউল্লাহ, কান্দিপারা পাঞ্চায়েত কমিটির সভাপতি মো: হারুনুর রশিদ, চানপুর বাইতুল আমান জামে মসজিদের মোতাওয়াল্লী সাইফুল ইসলাম, মোওলানা বিল্লাল হোসেনসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, মসজিদের বিতরে মাইনুদ্দিনকে যে নিরমম ভাবে হত্যা করা হয়ে আমরা সেই খুনি মাহিনের বিচার চাই এবং প্রশাসনের কাছে দাবি জানাই আমাদের এলাকায় প্রকাশে মাদক বেচাকিনা হচ্ছে তাদের গ্রেফতার করা হোক। #