শিরোনাম
পূর্ব শত্রুতার জেরে গোগনগরে সন্ত্রাসী হামলা
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ পূর্ব শত্রুতার জেরে গোগনগরে সন্ত্রাসী হামলায় চালিয়ে অস্রের মুখে জিম্মি করে মনির হোসেনকে (৪৫) বেদম পিটানোর অভিযোগ পাওয়া গেছে। এসময় সন্ত্রাসী বাহিনী আহত মনিরের এক বছর সন্তানকে মেরে ফেলার হুমকি দেয়। মনির হোসেন গোগনগর বাড়িরটেক এলাকার মরহুম আব্দুল মালেকের ছেলে। বুধবার দিবাগত রাত সারে নয়টায় গোগনগর বাড়িরটেক এলাকায় ১৫/১৬ জনের একটি সন্ত্রাসী বাহিনী পূর্ব শত্রুতার জেরে এ হামলা চালায়।
আহত মনির হোসেন অভিযোগ করেছেন সন্ত্রাসী বাহিনিতে একই এলাকার সামাদ সরদারের ছেলে সোহেল, মুনসুর সরদারের ছেলে শাহাজাহান, মনসুর সরদারের ছেলে শামীম সরদার, আসলাম মোল্লার ছেলে জেরিন, আমির মিয়ার ছেলে সোহান, ইউসুফ মোল্লার ছেলে ইসমাইল মোল্লা, জমির মিয়ার ছেলে শাহাবুদ্দিন সহ অজ্ঞাত আরো ১৫-১৬ জনের একটি সন্ত্রাসী বাহিনী এ হামলা চালায়।
জহ্এ দিকে রাত দশটায় গুরুতর আহত মনির হোসেনকে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতর পরিবারের সাথে কথা বলে জানা যায় তারা আইনের আশ্রয় নিবেন। মামলার প্রস্তুতি নেওয়ার কথা তারা উপস্থিত সংবাদ কর্মীদের জানান। #