প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি | কাশীপুরে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক সন্ত্রাসী আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৩শে মে) বিকাল ৫টায় কাশীপুর ইউনিয়ন ভুমি অফিস মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল কাশীপুরের বিভিন্ন স্থান গুরে ভোলাইল ঈদগায় গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীকে যে বিএনপির কুলাংঙ্গার হুমকি দিয়েছে ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলন হবে। কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন সবার আগে ঝাপিয়ে পরবে শত্রুর মোকাবেলা করার জন্য।এসময় বিক্ষোভ মিছিলে কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক এমএ সাত্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন শিকদার, কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো: লুৎফর রহমান, তাছলিম হোসেন, আশরাফ উদ্দিন বাচ্চু, মোশারফ হোসেন রাজা, মো: ফারুক হোসেন, মো: সেলিম, শিবলী সাদিক শিপলু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ইব্রাহিম, জিসান হায়দার উজ্জল, আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মুকুল, তথ্য ও গবেষনা সম্পাদক মো: আল আমিন, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক আতাউর রহমান আতা, দপ্তর সম্পাদক গোলাম মোহাম্মদ, ধর্ম বিষয়ক সম্পাদক কামাল আহম্মেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরদার মো: সালাউদ্দিন,
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক আছিয়া আক্তার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, যুব ও ক্রীড়া সম্পাদক জে আর রাসেল, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক আমির উল্লাহ রতন, শ্রম বিষয়ক সম্পাদক মোক্তার হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম লিটন, কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ ইকবাল, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সভাপতি রতন দেওয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দরা। #