শিরোনাম
আড়াইহাজার পৌর নির্বাচনে সিসি ক্যামেরা স্থাপনে তিন প্রার্থীর আবেদন
আড়াইহাজার প্রতিবেদকঃ আড়াইহাজার পৌরসভা নির্বাচনের সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ মনিটরিং জোরদার করার দাবি জানিয়ে স্বতন্ত্র তিন মেয়র প্রার্থী প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে আবেদন করেছেন। বুধবার আড়াইহাজার পৌর সভা নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে তিন প্রার্থীর তাদের সমর্থকরা
এই আবেদনপত্র জমা দিয়েছেন।
আবেদনে বলা হয়েছে, আড়াইহাজার পৌরসভার নির্বাচনে সাবেক মেয়র হাবিবুর রহমান (জগ), উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মামুন অর রশীদ (মোবাইল) ও পৌর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লা (নারিকেল গাছ) প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ব›দ্বীতা করছেন।
আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য আড়াইহাজার পৌরসভা নির্বাচন ইবিএমে অনুষ্ঠিত হবে। সরকারা সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিচর। তাই তারা ইভিএমের সাথে পৌরসভার এগারোটি কেন্দ্রের প্রতিটি বুথে সি সি ক্যামেরা স্থাপনের লিখিত আবেদন করেছেন।
আড়াইহাজার পৌর সভার সহকারী রিটার্নিং অফিসার আঃ কাদির বলেন, কমিশন নির্দেশ দিলে আমরা ব্যবস্থা নিব। #