১৪নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ মহানগরে ১৪নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জুন) বাদ মাগরিব দেওভোগস্থ জান্নাত কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নাসিক ১৪নং ওয়ার্ড বিএনপির প্রবীন নেতা হাজী সোলাইমান সরকারের সভাপতিত্বে ও হাজী শফিউদ্দিন সোহেল ও এ্যাড. শহীদ সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,
মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য ও সদর থানা বিএনপির সদস্য সচিব আওলাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির আহ্বায়ক হান্নান সরকার, সদস্য সচিব এ্যাড. শরীফুল ইসলাম শিপলু, মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোখন, বন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. বিল্লাল হোসেন, সদস্য সচিব এ্যাড. আনিছুর রহমান মোল্লা, মহানগর বিএনপির সদস্য শহীদুল ইসলাম রিপন, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সরকার আলম, মহানগর বিএনপির সদস্য আলমগীর হোসেন, আমিনুর ইসলাম মিঠু, সদর থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দিদার খন্দকার, পারভেজ মল্লিক, সদর থানা বিএনপির সদস্য আকতার হোসেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান মুকুল বলেন, বাংলাদেশের মানুষ অচিরেই ফ্যাঁসিবাদী সরকারের কবল থেকে মুক্তি পাবে ইণশাল্লাহ। রাতের আধাঁরের ভোট চোর সরকারের দুর্নীতিই তাদের পতনের কারন হয়ে দাঁড়িয়েছে। তাদের দুর্নীতি, মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা হরণ করার খবর এখন সারাবিশ্বের মানুষ জানে। আমেরিকার ভিসানীতিই সেটার প্রমান। উন্নয়নের নামে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাঁচার করার ফসল আজকে দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুৎ বিহীন দেশের মানুষের জীবন যাপন। তাই এই অবৈধ সরকারের পতন করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহন করতে হবে।এসময় আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মেজবাহ উদ্দিন স্বপন, বন্দর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ সাফী, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ মেম্বার, সাধারণ সম্পাদক হাবিব মেম্বার, সাংগঠনিক সম্পাদক স্বপন মেম্বার, বাদল ঢালী, মাসুদুর রহমান মাসুদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন থানা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এর আগে উপস্থিত নেতৃবৃন্দরা সম্মেলন শুরু করার পুর্বে জাতীয় সংগীত প্রচার করে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানান। পরে দলীয় সঙ্গিত প্রচার করেন। বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দরা নাসিক ১৪নং ওয়ার্ড বিএনপির ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করেন।যেখানে সভাপতি দিদার খন্দকার, সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন, সহ-সভাপতি এ্যাড. শহীদ সারোয়ার, সাধারণ সম্পাদক শফিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ আলম ও নুর ইসলামকে দায়িত্ব প্রদান করেন। #