রোডমার্চে হামলায় গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ঢাকা-দিনাজপুর রোডমার্চে হামলার প্রতিবাদে গণতন্ত্র মঞ্চ নারায়ণগঞ্জ জেলা বিক্ষোভ সমাবেশ করেছে । সোমবার ১২ জুন শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিক্ষোভ সমাবেশ অনুুষ্ঠিত হয়। সেমবার ১২ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪-৭ জুন গণতন্ত্র মঞ্চের সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ঢাকা টু দিনাজপুর রোড মার্চ কর্মসূচীতে আওয়ামিলীগ ও পুলিশ কয়েকদফা হামলা করে রোডমার্চ বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালায় ৷
বগুড়ায় অবস্থানকালীন আওয়ামিলীগ-ছাত্রলীগ-যুবলীগের হামলায় গুরুতর আহত হন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক জননেতা তরিকুল সুজন, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ ও বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সৌরভ সেন ও রাইদুল ইসলাম সাকিব, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আইয়ুব আলিসহ অন্যান্যরা।
হামলা করে রোডমার্চ বাধাগ্রস্ত করার সরকারের ষড়যন্ত্র, হামলার প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবিতে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সমন্বয়ক পপি রাণি সরকারের সঞ্চালনায় ও বিপ্লবী ওয়ার্কাস পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন গণসংহতি নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক জননেতা তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, জে এস ডি নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মোতালেব মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন,
বিপ্লবী ওয়ার্কাস পার্টি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, নাগরিক ঐক্য নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক কবির হোসেন। হামলায় ঝড়া রক্তের কসম করে জননেতা তরিকুল সুজন তার বক্তব্যে বলেন, ‘নিপীড়ণ যত বাড়ছে লড়াই তত তিব্রতর হচ্ছে। বাংলাদেশের মানুষ এই হামলার শোধ এই সরকারের পতনের মধ্য দিয়ে নেবে। ইতিহাস সাক্ষী, লড়াইয়ে যখন রক্তের দাগ লাগলে বিজয় তখন অবশ্যম্ভাবী হয়। ফলে এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার এই রোডমার্চে হামলার মধ্য দিয়ে নিজেদের পতনকেই নিশ্চিত করেছেন’। #