শিরোনাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের খবর ডিস্কঃ শনিবার ( ১২ আগষ্ট) বিকেলে দুই নং রেইল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ফিরে দেখা ১৯৭৫ সংগঠন এর আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা খোকন সাহা বলেন,বঙ্গবন্ধুর পরিবার সহ আওয়ামীলীগের রাজনিতী করতে গিয়ে যারা শহীদ হয়েছে সকল শহীদেরকে স্মরণ করে
এডভোকেট খোকন সাহা বলেন, সুরেশ দা ১৯৭৫ সালে ৪৮ বার নির্যাতিত হয়েছে। সিরেশ দার জন্য প্রত্যয়ন পত্র চাওয়া হয়েছিল দেওয়া হয়নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধেরর বিষয়ে হিটলারের বিরুদ্ধে জার্মানিতে এখনো বিচার হচ্ছে।
তিনি আরো বলেন, আমরা প্রত্যেকের লিস্ট তৈরি করব কারা দায়িত্ব পালন করেন নাই। আমরা লোভ লালসার জন্য রাজনীতি করতে আসি নাই। চার মাস পরে জাতীয় নির্বাচন। আপনারা ভুলে যান কে পদ-পদবী পেলেন বা পেলেন না।
নেত্রী পাঁচটি আসনের যাকে দেবে আমরা তাদেরকে জন্য কাজ করে জয়যুক্ত করব। শামীম ওসমানের নির্দেশে আমরা কাজ করবো। হরতালের নামে জনদুর ভোগ সৃষ্টি করবেন ছাড় দেওয়া হবে না। আপনারা সাধারণভাবে আন্দোলন করেন কোন সমস্যা নাই। চাষাড়া শহীদ মিনারে হঠাৎ করে বিএনপির মিছিল মিটিং করে আমাদের নেত্রী শেখ হাসিনাকে গালি দেয় তারা। বিএনপির লোকেরা এ সাহস পাই কই থেকে। আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আপনারা সোচ্চার হোন। যেখানে আমাদের নেত্রীকে গালি দিবে তারা সেখানে এদের বিরুদ্ধে প্রতিহত করতে হবে
ফিরে দেখা ১৯৭৫ সংগঠন এর আহবায়ক এস এম পারভেজ এর সভাপতিত্বে ও সদস্য সচিব হান্নান আহমেদ দুলাল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রবিউল হোসেন, যুগ্ম সম্পাদক জি এম আরমান,সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা,দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, মহানগর তাঁতীলীগ এর আহবায়ক চৌধুরী এইচ এম ফারুক শাহেদ, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি,আওয়ামী লীগ নেতা আনিস আহমেদ, হুমায়ুন কবির, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহীম সহ প্রমুখ। #