শোকাবহ আগস্টে জেলা আওয়ামী লীগের শোক রেলী অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক রেলী বের করেছে জেলা আওয়ামী লীগ। রবিবার (১৩ আগষ্ট) সকাল ১১ টায় শহরের ২নং রেলগেইট আওয়ামী লীগের কার্যালয় হতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদলের নেতৃত্বে শোক রেলী বের করা হয়।
রেলীটি শহর প্রদক্ষিণ করে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর সরকার,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন সরকার, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী নুর মোল্লা,বঙ্গবন্ধু সৈনিক লীগের মহানগর সভাপতি নুরুজ্জামান জিকু,
বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মোঃ শফিক মাহমুদ, ফতুল্লা থানা যুবলীগের সহ সভাপতি মোঃ বরকতউল্লাহ, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি মোঃ জসিমউদদীন, আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লব,সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মামুন পাঠান সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত বক্তব্যে ভিপি বাদল বলেন,বিএনপি – জামায়াত জোটকে নারায়নগঞ্জের মাটিতে থাকতে দেয়া হবেনা।১৫ আগষ্টের রক্ত বৃথা যেতে দিবনা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মাট বাংলাদেশ গড়ে তোলা হবে। #