শিরোনাম
জাতীয় শোক দিবসে বন্দর থানা পুলিশের আলোচনা সভা
বন্দর প্রতিবেদকঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বন্দর থানা পুলিশের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় বন্দর থানা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বন্দর থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, দুস্কৃতিকারিরা এ আগস্ট মাসকে সামনে রেখে নাশকতা কর্মকান্ড ঘটিয়ে থাকে।
তাই সকলকে সর্তকতা অবলম্বন করে নেওয়াজ বা তোবারক রান্না করার থেকে শুরু করে বিতরণ পর্যন্ত সজাগ থাকতে হবে। প্রয়োজনে পুলিশের সেবা গ্রহন করবেন। বন্দর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু বক্কর সিদ্দিকের স ালনায় আলোচনা সভায় বক্তব্য রাখন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান একই কমিটি সহ-সভাপতি ও মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম.এ সালাম, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম,
মহানগর আওয়ামীলীগ নেতা ও বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, মহানগর যুব মহিলালীগের আহবায়ক নুরুন নাহার সন্ধ্যা, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেত্রী ও সংরক্ষিত ইউপি সদস্য বিউটি বেগম প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান,
২০নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মাকসুদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল খালেক, নারায়নগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিশুক, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্বাভ্য সাধারন সম্পাদক মোঃ আফজাল হোসেন ও বন্দর থানা থ্রী হুইলার শ্রমিক কমিটির সাধারন সম্পাদক এবাদুল্লাহ প্রমুখ। #