নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   শীর্ষ খবর   স্বর্ণালী সন্ধ্যায় দর্শক মাতালেন ৯০ দশকের কিংবদন্তী মাকসুদ মেজবাহ টিপু 
নারায়ণগঞ্জ ক্লাবের ১৩০ বছর / স্বর্ণালী সন্ধ্যায় দর্শক মাতালেন ৯০ দশকের কিংবদন্তী মাকসুদ মেজবাহ টিপু 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  ৯০ সময়টা ছিল এ দেশের ব্যান্ডের এক স্বর্ণালী যুগ। সে সময়ের রচিত হয়েছে বাংলা ব্যান্ডে অনেক কালজয়ি গান। যা আজো হৃদয় ছুঁয়ে যায় সবার। আর সেই ৯০ সময়টাতে হারিয়ে যেতে নারায়ণগঞ্জে বসে ছিল “চলুন ফিরে যাই ৯০এর স্বর্ণালী সন্ধ্যায়”। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবের আয়োজনে গান গেয়ে দর্শক মাতিয়েছেন ডিফারেন্ট টাচ, অবসকিউর আর মেলায় যাইরে খ্যাত ও’ ঢাকার মাকসুদ। আর দর্শকরা হারিছেন জীবনের ফেলে আসা সেই স্মৃতির মুহুর্তে।
সন্ধ্যা হওয়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে নারায়ণগঞ্জ ক্লাবের টেনিস গ্রাউন্ডে। অপেক্ষা যেন সইছেনা নব্বইয়ের দশকে নষ্টাজিক হতে চাওয়া সে সময়ের মানুষগুলি। চারিদিকে আলোক ঝলকানিতে এক সময় স্টেজে উপস্থিত হলেন ডিফারেন্ট টাচ। একে একে গাইলের শ্রবানের মেঘ গুলি জড়ো হল আকাশে…..দৃষ্টি প্রদীপ জে¦লের মত সে সময়ের মানুষের মুখে মুখে গাওয়া গানগুলি। একই ভাবে দর্শকদের মন মাতিয়েছেন অবসকিউর আর মেলায় যাইরে খ্যাত ও’ ঢাকার মাকসুদ।
অনুষ্ঠানে শুধু যে সে সময়ের দর্শকরা উপস্থিত হয়েছিলেন এমনটা নয়, ছিলেন এ প্রজন্মও। জানালেন বাবা মায়ের কাছ থেকে জেনে বা শুনে তারাও ভক্ত হয়েছেন নব্বইয়ের গানের। বললেন প্রজন্ম থেকে প্রজন্ম থেকে যাবে এ গানগুলি।
সে সময়টাতে হারিয়ে যেতে পেরে এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানালেন দর্শকরা। দাবী জানালেন, বাঁচিয়ে রাখতে হবে এ গানগুলি।
ভক্সপপ: একাধিক দর্শক।
এ ধরনের আয়োজনে থাকতে পেরে এবং দর্শক ভালবাসায় মুগ্ধ সে সময়ের গানের কারিগররা। জানালেন, দীর্ঘ একটা বিরতির পর আবার কাজ শুরু করেছে ডিফারেন্ট টাচ। নব্বইয়ের দর্শকরাই শুধু নয় এখন থেকে নতুনরাও তাদের পাবেন।
মূলত ভাল থেকে ভাল কিছু করার চেষ্টা বা প্রতিযোগিতা থেকে এ গান গুলি সৃষ্টি হয়েছে। সময়ের নিয়মে ভাল কিছু যেটা সেটাই থেকে যায়। আর তাই এ গানগুলি থেকে গেছে প্রজন্ম থেকে প্রজন্মে।
আয়োজকরা জানালেন, এখন যারা আছেন তাদের কাছে নব্বইয়ের দশকটি ছিল বাংলা ব্যান্ডের স্বর্ণযুগ সে সময়ের ব্যান্ডের। মূলত সে সময়টাতে ফিরে যাওয়া বা ফিরিয়ে নেয়াটাই ছিল আজকের আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে এ ধরেনের আয়োজন আরো থাকবে।
নব্বইয়ের দশকে বাংলা ব্যান্ডারে গান শুধু এ দেশের সংস্কৃতিরই একটি অংশ নয়। নব্বইয়ের ব্যান্ডের গান মানে আবেগ আর ভালবাসার নাম। যা ছড়িয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয়ের ভালবাসার গভীরে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...