খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের অবস্থান কর্মসূচি
নারায়নগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে প্রেরনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রঙ্গনে ওই কর্মসূচি পালন করা হয়। এর আগে, বিএনপিপন্থি আইনজীবীরা নারায়ণগঞ্জ কোর্ট প্রাঙ্গনসহ পুলিশ সুপার ও জেলা প্রশাসক কার্যলয় সামনে দিয়ে বিক্ষোভ মিছিল করে। এ সময় মিছিলে খালেদা জিয়ার মুক্তির দাবি ও সরকার বিরোধী স্লোগান দেয় নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াস হোসেন খান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবির,
মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, কেন্দ্রীয় আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক এড. মাহবুবুর রহমান খানসহ নেতৃবৃন্দ। #