নারায়ণগঞ্জ  শুক্রবার | ৯ই জানুয়ারি, ২০২৬ | ২৫শে পৌষ, ১৪৩২ শীতকাল | ১৯শে রজব, ১৪৪৭

শিরোনাম
  |   আড়াইহাজারে আগুনে পুড়ে গেল ৩ কৃষকের ৬ বিঘা জমির আখ    |   সারাদেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ    |   বন্দরে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত   |   ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত   |   বন্দর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া   |   বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক সহ ফাইটার মনিরকে গ্রেফতার করেছে পুলিশ   |   খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সোহেল ও বন্ধু মহলের মিলাদ দোয়া   |   হাদির হত্যা: বিচারের পথে অগ্রগতি, না কি সময়ক্ষেপণের নতুন কৌশল ?    |   কেন্দ্রীয় জাসাস নেতা সানি হাসপাতালে আরোগ্য কামনায় দোয়া চাইলেন পরিবার    |   খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মহানগর বিএনপির দোয়া   |   বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যেগে দোয়া   |   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে ৪০ জন প্রার্থী বৈধ ঘোষণা    |   খালেদা জিয়ার শান্তি কামনায় চাঁন মিয়ার দোয়া মাহফিলে চরম হট্টগোল    |   খালেদা জিয়ার মাগফিরাত কামনায় না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া   |   নারায়ণগঞ্জে ৫ টি আসনে মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ ৩৬ প্রার্থী বাতিল ১৬   |   খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল   |   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ৫ম তলায় ইন্টেরিয়র উন্নয়নের শুভ উদ্বোধন   |   খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে দোয়া   |   নাগবাড়িতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা   |   নারায়ণগঞ্জ আড়াইহাজার – ২ আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা
 প্রচ্ছদ   রাজনীতি   গুরু সেন্টুর প্রেসক্রিপশনে ফতুল্লা থানা বিএনপির রাজনীতিতে টিটুর পথ চলা !
রাজনীতি / গুরু সেন্টুর প্রেসক্রিপশনে ফতুল্লা থানা বিএনপির রাজনীতিতে টিটুর পথ চলা !
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক দফা দাবি বাস্তবায়নের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সারা দেশেব্যাপী পালিত হয়েছে হরতাল ও অবরোধ কর্মসূচি পালনে চরম ব্যর্থ ফতুল্লা থানা বিএনপি। রাজধানীর পার্শ্ববর্তী গুরুত্বপূর্ন জেলা নারায়ণগঞ্জের বিএনপির ঘাটি হিসেবে পরিচিত ফতুল্লা থানা, বিগত দিনে কেন্দ্রীয় ও জেলা বিএনপির প্রতিটা কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতো ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তখন দলীয় চেইন অব কমান্ড ছিল শক্তিশালী। বিএনপির এক দফা দাবি বাস্তবায়নের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সারা দেশেব্যাপী পালিত হয়েছে হরতাল ও অবরোধ কর্মসূচি। বিএনপির ঘাটি হিসেবে পরিচিত ফতুল্লা থানা এলাকায় তেমন কোনো কর্মসূচি পালিত হয়নি। বিচ্ছিন্ন ভাবে যতটুকু কর্মসূচি পালন করা হয়েছে তা করেছে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখানে মুল দলের অংশ গ্রহন ছিল না।

ফতুল্লায় বিএনপির দলীয় কর্মসূচি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় তৃনমূল পর্যায়ের বিএনপির একাধিক নেতাকর্মী। নাম প্রকাশ না করার শর্তে ফতুল্লা থানা বিএনপির এক নেতা বলেন, দলীয় কর্মসূচি পালনে বিগত দিনের চেয়ে বর্তমানে ফতুল্লা থানা বিএনপি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ থেকে শুরু করে হরতাল অবরোধ কর্মসূচিতেও ফতুল্লা থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ উল্লেখ যোগ্য কোনো নেতাকে মাঠে দেখা যায়নি।
তিনি আরো বলেন, আমাদের রক্তের প্রতিটা কনায়, জাতীয়তাবাদী দল বিএনপির নাম লেখা রয়েছে।আমরা স্বার্থর কাছে নীতি বিসর্জন দিতে পারি না, আমরা শহিদ জিয়ার সৈনিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থাশীল। আমরা দলের প্রতিটা কর্মসূচিতে অংশ গ্রহন করি, কিন্তু বর্তমানে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর কারনে ফতুল্লা বিএনপির কর্মসূচী পালন করা হচ্ছে না।

তিনি রাজনীতি করেন তার গুরু সাবেক বিএনপি নেতা ও বর্তমানে আওয়ামী লীগের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর প্রেসক্রিপশন অনুযায়ী। মনিরুল আলম সেন্টু যেভাবে তাকে দিকনির্দেশনা দেন তিনি সেভাবেই চলেন। গুরু সেন্টুর নির্দেশ পালন করতে গিয়ে টিটু ভুলে যান সে ফতুল্লা থানা বিএনপির সভাপতি। গুরু মনিরুল আলম সেন্টু সাংসদ একেএম শামীম ওসমানের এজেন্ডা বাস্তবায়নের জন্য শীর্ষ শহিদুল ইসলাম টিটুকে ব্যবহার করছে পুরোদমে আর তাই দলীয় কর্মসূচিতে তাকে পাওয়া যায় না। এমন কি তার কাছ থেকে দলীয় কর্মসূচি পালনের কোনো দিকনির্দেশনাও পাওয়া যায় না।
তাই ফতুল্লা থানা বিএনপির তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের দাবি শহিদুল ইসলাম টিটুর রাহুগ্রাস থেকে ফতুল্লা থানা বিএনপিকে মুক্ত করে আন্দোলন সংগ্রামে যিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে তাকেই নেতৃত্ব দেওয়া হোক। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...