শিরোনাম
অবরোধ ঠেকাতে ঢাকা – সিলেট মহাসড়কে এমপি বাবু’র অবস্থান
আড়াইহাজার প্রতিবেদকঃ বিএনপি জামাতের দ্বিতীয় দফায় ডাকা ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে সোমবার সকাল থেকে ঢাকা – সিলেট মহাসড়কের আড়াইহাজার অংশে আওয়ামীলীগ নেতা-কর্মীদেরকে সঙ্গে নিয়ে অবস্থান নিয়েছেন এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। তিনি সেখানে নেতা-কর্মীদেরকে নিয়ে একটি অবরোধ বিরোধী মিছিলে নেতৃত্ব দেন এবং সড়কের পাশে অবস্থান নেন। এ সময় বিএনপি জামাতের নেতা কর্মীদেরকে মাঠে নামতে দেখা যায়নি। সকল প্রকার যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক। তবে দূরপাল্লার যানবাহন কম চলাচল করতে দেখা গেছে।
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আহাম্মেদুল কবির উজ্জল, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব মোঃ সুন্দর আলী, দুপ্তারা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রবিন্দ্র চন্দ্রসহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। #