স্বাধীনতাবিরোধী গোষ্ঠী আবার মাথা চাড়া দিয়ে উঠেছে – শামসুল ইসলাম ভূঁইয়া
সুমন মিয়া – সোনারগাঁ প্রতিবেদকঃ ৭১ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার” এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল ইসলাম ভুইয়া।
সোমবার (৬ নভেম্বর) বিকেলে স্থানীয় এক রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
শামসুল ইসলাম ভুইয়া বলেন,দেশ নিয়ে চারদিকে যে ষড়যন্ত্র হচ্ছে, এই মুহূর্তে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে আমাদের সবার হাতে হাত ধরে সামনে এগিয়ে আসার সময়। মুক্তিযোদ্ধা ভাই বন্ধুদেরসহ আমার সোনারগাঁবাসীর প্রতি আহবান জানাই, আসুন সবাই মিলে নৌকার জন্য, জননেত্রী শেখ হাসিনার জন্য আরেকবার পথে নামি, নৌকার জয় নিশ্চিত করি।
তিনি বলেন,আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি কিছু দাবি নিয়ে। মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে আমার সংগ্রামী মুক্তিযোদ্ধা বন্ধুগণ, আপনারা জানেন স্বাধীনতাবিরোধী গোষ্ঠী আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। দেশকে পিছিয়ে নিয়ে যেতে তারা দেশি-বিদেশি শক্তির সাথে আঁতাত করছে। আজকে দেশের যে উন্নয়ন ও অগ্রযাত্রা, তা ব্যাহত করার জন্য, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
এসময় তার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, স্বাধীনতা হঠাৎ করে আসেনি। এর পিছনে রয়েছে শোষন, নির্যাতন ও বঞ্চনার দীর্ঘ ইতিহাস। আমরা নিজেদের ও পরিবারের সদস্যদের জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয়মাস যুদ্ধ করে বিজয় অর্জন করেছি।
কিন্তু দেশ স্বাধীনের পর পাকিস্তানি প্রেতাত্মারা ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সপরিবারে জাতির জনককে নির্মম ভাবে হত্যা করে। এ হত্যাকান্ড দীর্ঘকাল পরাজিত সৈনিকের মতো তাড়িয়ে বেড়িছে।
তিনি বলেন, দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর সংসদে ইনডেমনিটি অ্যাক্ট বাতিল করলে হত্যাকান্ডের বিচারের পথ তৈরী হয়। ২০২৩ সালে এসে সেই স্বাধীনতাবিরোধী শক্তির ষড়যন্ত আজও থেমে নেই। তারা বিদেশী তৃতীয় শক্তির উপর ভর করে স্বাধীন দেশকে পাকিস্তান, আফগানিস্থানের মতো ব্যর্থ রাষ্ট্রের রূপ দিতে ষড়যন্ত্র করে করছে। তিনি আরও বলেন, দেশ স্বাধীনের পর অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। আমরা স্বাধীনতা বিরোধী শক্তিকে পরাজিত করবো।
তিনি আরও বলেন, দীর্ঘ ৫৮ বছরের রাজনৈতিক জীবনে তিনি কখনো আওয়ামীলীগের সভানেত্রীর সিদ্ধান্তের বাইরে যাননি। সারা জীবন দেশ ও দলকে ভালোবেসে দলের জন্য কাজ করেছেন। এজন্য তিনি নির্যাতনের শিকার হওয়াসহ অসংখ্যবার কারাবরণ করেছেন। তারা রাজনৈতিক কর্মকান্ডের জন্য কখনো তিনি পুরস্কার চাননি। বর্তমানে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, প্রাণপ্রিয় নেত্রীর (আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা) কাছে কিছু চাইলে এমন অনেক কিছু পেতাম।
সর্বশেষ তিনি বিএনপির ডাকা অবরোধ প্রতিহত করতে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। #