নারায়ণগঞ্জ  রবিবার | ৫ই জানুয়ারি, ২০২৫ | ২১শে পৌষ, ১৪৩১ শীতকাল | ৪ঠা রজব, ১৪৪৬

শিরোনাম
  |   আজমীরী গলিতে ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ৭০ তম ওরশ শুরু   |   ফতুল্লায় ফিজাকে হত্যা করে স্বামী মুন্না পরিবার নিয়ে পালিয়েছে    |   প্রবীণ সাংবাদিক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে এনইউজের গভীর শোক প্রকাশ    |   দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেনের  ইন্তেকাল   |   আড়াইহাজারে ৩১ দফা প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করলেন পারভিন   |   নারায়ণগঞ্জ অফিসার্স ফোরামের সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত   |   ৩১ দফা লিফলেট বিতরণ কালে মুকুল বলেন ফ্যাসিস্ট সরকার এ দেশকে ধ্বংস করে দিয়েছে   |   ফ্রাঞ্চাইজ ফুটবলে দেশসেরা নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটরস   |   জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসমাবেশ অনুষ্ঠিত   |   কেন্দ্রীয় কমিটির সাথে বিপিজেএ না.গঞ্জ শাখার নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ   |   জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেককাটা সহ নানা কর্মসূচী পালন করলো জিকো খান   |   শীতলক্ষ্যায় অনির্দিষ্টকালের জন্য নৌযান কর্মবিরতি, পণ্যপরিবহন বন্ধ   |   সিদ্ধিরগঞ্জে বিএনপির কর্মসূচীতে হামলা গ্রেপ্তার দাবিতে মানববন্ধন   |   বন্দরে পিকআপ ভ্যান সহ নগদ টাকা ছিনতাই আটক -১    |   বন্দরে নাট্যকার ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই দূর্বার আর নেই   |   বাংলাবাজারে জাকের পার্টির মিশন সভা ও জলছা মাহফিল অনুষ্ঠিত   |   আড়াইহাজার বাজারে হাত-পা বেঁধে ৪ দোকানে ডাকাতি   |   নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে জয়ি হওয়ায় ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন হৃদয়    |   ১২ মামলার আসামী সালামের চেয়ারম্যানের ডান হাত সন্ত্রাসী সোহেল বাহিনী বেপরোয়া    |   নিহত মেধারী শিক্ষার্থী ওয়াজেদ সিমান্ত হত্যার বিচার কার্যকর ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন
 প্রচ্ছদ   রাজনীতি   বিএনপির বিরুদ্ধে মাঠে ৪ এমপি সরব হলেও নীরব সেলিম ওসমান !
বিএনপির বিরুদ্ধে মাঠে ৪ এমপি সরব হলেও নীরব সেলিম ওসমান !
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিএনপির লাগাতার অগ্নিসন্ত্রাসী ও নৈরাজ্যবাদ অবরোধের বিরুদ্ধে নারায়ণগঞ্জে মাঠে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৪ এমপিকে কাজ করতে দেখা গেলেও নিরব ভূমিকা পালন করছে সেলিম ওসমান।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পুলিশ-বিএনপির সংঘর্ষের পর মহাসমাবেশ থেকে ২৯ অক্টোবর সকাল -সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। তারপর লাগাতার ৩১ অক্টোবর, ১-২ নভেম্বর এবং ৫ ও ৬ নভেম্বর অবরোধ ডাকে বিএনপি। এতে দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে, গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগ করে এবং পুলিশ বিএনপির সংঘর্ষের মধ্যে চলে এ অবরোধ। বিএনপি-জামাত সন্ত্রাসী কর্মকান্ড রুখে দিতে একই সাথে মাঠে নামে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি।

সড়ক অবরোধ, গাড়ী ভাংচুর ও অগ্নি সংযোগ রোধে সকাল থেকে রাত অবধি মাঠে কাজ করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।সেই সাথে নারায়ণগঞ্জের ওসমান পরিবারও সরব হয়েছে বিএনপির বিরুদ্ধে । আড়াইহাজার,রূপগঞ্জ, নারায়ণগঞ্জ সদর আওয়ামী লীগের নৌকার ও সোনারগাঁ জাতীয় পার্টির সাংসদ মাঠে নামলেও দেখা মেলেনি বন্দরের এমপিকে।ওসমান পরিবারের শামীম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমানকেও মাঠে দেখা গেলেও ছিলেন না সেলিম ওসমান ও তার সমর্থকরা। এনিয়েও উঠেছে গুঞ্জন। সেলিম ওসমান মাঠে না থাকলেও তার সমর্থিত জাতীয় পার্টি ও আওয়ামী লীগের কোন লোককেই মাঠে নামতে দেখা যায়নি।

এনিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগের সহযোগি সংগঠন জাতীয় পার্টি। নারায়ণগঞ্জে ৫ টি আসনের মধ্যে ৩টি আওয়ামী লীগের নৌকার ও ২ টি জাতীয় পার্টির লাঙ্গলের। দলের এই মুহূর্তে এবং দেশের শোচনীয় অবস্থায় আওয়ামী লীগের ৩ এমপি মাঠে নামার পাশাপাশি জাতীয় পার্টির সোনারগাঁ এমপি লিয়াকত হোসেন খোকাও জানান দিয়ে দিয়েছেন তিনি আওয়ামী লীগের জন্য এবং বিএনপির বিরুদ্ধে মাঠে আছেন। কিন্তু আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এই মুহূর্তে যাকে আমাদের প্রয়োজন নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি সেলিম ওসমান। তিনি মাঠে নেই। সেলিম ওসমানের প্রতিটি অনুষ্ঠানে এত পরিমান শেখ হাসিনার জয় গান গায় অথচ দলের এই মুহূর্তের বিএনপির মত সেলিম ওসমানও ইঁদুরের গর্তে ঢুকে আছে। বিএনপি দেশব্যাপী অবরোধ ডাকলে বড় বড় নেতারা বা বিএনপির কর্মীরা ইঁদুরের গর্তে ঢুকে আছে। সেলিম ওসমান ও তার সমর্থকরাও একইভাবে গর্তে ঢুকে আছে। এরা মুখে বড় বড় বুলি আওরায় অথচ এদের কাজের সময় পাওয়া যায় না।

এদিকে নারায়ণগঞ্জ এক আসন রূপগঞ্জের এমপি বস্ত্র ও পাটমন্ত্রী স্বংয় নিজেই বিএনপির অবরোধের বিরুদ্ধে মাঠে নেমেছে এবং তাদের অবরোধকে প্রত্যাখ্যান করেছেন।বিএনপির অবরোধের বিরুদ্ধে মাঠে নেমে সাংবাদিকদের বীরমুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী অবরোধ ঠেকাতে তিনি বলেন,রূপগঞ্জে বিএনপির কোন অগ্নি সন্ত্রাসী  কর্মকান্ড আমরা প্রশয় দিবো না।তাদেরকে আমরা কঠোর হস্তে দমন করবো। কারন নির্বাচন ঠেকাতে বিএনপি এখন চোরাগুপ্তা হামলা করছে। এই হামলার বিচার হবে। শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা আবার ক্ষমতায় যাবো।

একই সাথে বিএনপির বিরুদ্ধে মাঠে নেমে নারায়ণগঞ্জ ২ আসনের সাংসদ সদস্য নজরুল ইসলাম বাবুু বলেন, বিএনপির ডাকা অবরোধকে প্রত্যাখ্যান করেছে আড়াইহাজারের জনগণ। সকাল থেকেই উপজেলার বিভিন্ন সড়ক মহাসড়কে সব ধরনের পরিবহন চলাচল করছে। এছাড়া আড়াইহাজারবাসীর জানমাল রক্ষায় সকাল থেকেই আওয়ামী লীগের শত শত নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান করছে। এমনকি সন্ধ্যা পর্যন্ত আমরা সড়কে থাকবো। কোন ধরনের নাশকতার চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

নারায়ণগঞ্জ ৩ আসনের সাংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন,নির্বাচন হবে যথা সময়েই হবে বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি নির্বাচন বানচাল করতে পারবে না। আমাদের মত রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ আশা করে শান্তিতে বসবাস করতে। এজন্য প্রত্যোকটা নেতাকর্মীদের সর্তক থাকার আহবান জানান তিনি।

যাকে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের প্রান পুরুষ বলা নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি নিজেও স্বয়ং মাঠে নেমেছেন এবং তিনি বলেন,বিএনপির সিনিয়র যুগ্ম-সচিব রিজভীর মতো নেতা ৭-৮ জন লোক নিয়ে নারায়ণগঞ্জে অগ্নিসংযোগ করেন। কেন্দ্রীয় কমিটির নেতা যদি এমন করেন তাহলে বুঝতে হবে রাজনীতি কোথায় গেছে। তাদের এখন জনগণ মানে না। তাদের ধ্বংসাত্মক কাজ কখনো স্বাধীনতার শক্তির সঙ্গে পারবে না। তারা পশুর চেয়ে অধম হয়ে গেছে। তা না হলে মানুষকে এভাবে কিভাবে মারে। মানুষের এমন অভিশাপ নিবেন না। এভাবে রাজনীতি হয় না।

মাঠে সেলিম ওসমানের অনুপস্থিতি নিয়েও চলছে নানা কথা। তিনি কি আবার কোনভাবে আতাত করেননি তো বিএনপির সাথে।যেহেতু সামনে নির্বাচন যদি কোনভাবে আওয়ামী লীগ দল ক্ষমতায় না আসে আর বিএনপি যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে একের পর এক লাগাতার অবরোধ কর্মসূচী দিয়েই যাচ্ছে আওয়ামী লীগ সরকারকে নাস্তানাবুদ করতে। সেই ভয়েই কি মাঠে নেই সেলিম ওসমান নাকি পরবর্তী নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সেলিম ওসমানকে না দেবার আগাম কোন সংবাদে গা ডাকায়।

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!
error: Content is protected !!