তৃতীয় দফা অবরোধে বন্দরেবাসী জীবনযাত্রা ছিল স্বাভাবিক
বন্দর প্রতিবেদকঃ বিএনপি ডাকা তৃতীয় দফা অবরোধের ১ম দিনে বন্দরবাসী জীবনযাত্রা ছিল স্বাভাবিক। বিএনপি ডাকা অবরোধের কোন প্রভাব পরেনি বন্দরে। এক কথাই বলা যেতে ঠিলে ঠালা ভাবে অবরোধ পালিত হয়ে বন্দরে। তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে বন্দরে কোথাও বিএনপি ও জামায়েতের কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। সে সাথে বন্দরে কোথাও অপ্রতিকর ঘটনা বা সহিংসতার কোন খবর পাওয়া যায়নি। বুধবার (৮ নভেম্বর) সকালে বন্দর উপজেলার মদনপুরস্থ ঢাকা চট্রগ্রাম মহাসড়কে বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল ছিল ঢিলে ঢালা। মদনপুর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে সরজমিন ঘুরে সামনে গেছে, সকালে বিএনপি ডাকা অবরোধের কারনে ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কোন দূরপাল্লার বাস যাতায়েত করতে দেখা না গেলেও। তবে ঢাকা টু চট্রগ্রাম মহাসড়ক দিয়ে যাত্রীবাহী বাস কাঁচপুর, চিটাগাংরোড. সাইর্বোড, যাত্রাবাড়ী ও শনিআখড়াসহ ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা গেছে। সে সাথে মালবাহী ট্রাক ও কন্টোইনারসহ বিভিন্ন পরিবহন চলাচল ছিল চোখে পড়ার মত।
এ ছাড়াও বন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন দপ্তর ও ব্যাংকিং কার্যক্রম ছিল যথারিতি আগের মত। এদিকে বন্দর উপজেলা আওয়ামীলীগ শান্তির বার্তা নিয়ে উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় অবস্থান নিয়েছে। ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, বন্দর থানা পুলিশ বেশ তৎপর রয়েছে। বন্দরে গুরুত্বপূর্ন স্থান গুলোতে পুলিশি টহল জোরদার রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে বন্দরে সচেতন মহলের সহযোগিতা কামনা করছি। ঢাকা টু চট্রগ্রামের মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। #