নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   রাজনীতি   যারা অগ্নি সন্ত্রাস করবে তাদেরকে আফগানিস্তান পাঠাতে হবে – এডঃ খোকন সাহা
বন্দরে শান্তি সমাবেশ / যারা অগ্নি সন্ত্রাস করবে তাদেরকে আফগানিস্তান পাঠাতে হবে – এডঃ খোকন সাহা
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র ও অবরোধের নামে জালাও-পোড়াও’র প্রতিবাদে বুধবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় বন্দর ১নং খেয়াঘাট এলাকায় ২২ ও ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ খোকন সাহা বলেন, যারা একাত্তুরে পচাত্তুরে রক্ত খেয়েছে তাদেরকে এদেশের মানুষ বিশ্বাস করেনা। আজকে বন্দরের মানুষ জেগে উঠেছে তার মানে সালাউদ্দিনের মতো খুনী সন্ত্রাসী যেমন আছে তেমন ভাল লোকেরাও বসবাস করে। ৭১ সালে আপনারা পাকিস্তানকে সহায়তা করেছেন,৭৫ রে খুনীদেরকে সহযোগিতা করেছিলেন। বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নাই প্লীজ দয়া করে প্রভুর মতো আচরণ করবেন না। হরতাল সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করতে গিয়ে  কেউ ক্ষতিগ্রস্ত হলে তার পাশে আমি থাকবো,রশীদ ভাই থাকবে শামীম ওসমান থাকবে। নেত্রী বলেছেন তাদের হাত কেটে ফেলতে।
আমার নেত্রীর সঙ্গে আমিও তাল মিলিয়ে বলতে চাই কখনো যদি কোন আগুন সন্ত্রাসীদের হাতে নাতে ধরতে পারেন তাহলে আমি নির্দেশ দিলাম তাদের হাত কেটে সেই আগুনেই নিক্ষেপ করবেন। বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে খোকন সাহা আরো বলেন,অনেক হয়েছে দয়া করে শান্ত হন। ক্ষমতা থাকলে নির্বাচনে আসেন জনগণের ম্যান্ডেট পেলে রাষ্ট্র পরিচালনা করেন। দলীয় নেতা-কর্মীদেরকে বলেন,দল যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষেই কাজ করবেন। যারা অগ্নি সন্ত্রাস করবে তাদেরকে আফগানিস্তান পাঠাতে হবে।
 বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশীদের সভাপতিত্বে ও বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদ ও ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান কমলের স ালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম,জি. এম আরমান,সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, জেলা তাতীলীগের আহবায়ক চৌধুরী এ এইচ এম শাহেদ ফারুক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তথা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালিমা হোসেন শান্তা,প্রবীণ আওয়ামীলীগ নেতা সামসুজ্জামান জামান, জেলা যুবলীগ নেতা মামুন আহমেদ ইমন মহানগর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন আনু,২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী সামাদ,১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী আলমগীর হোসেন, নাসিক’র ২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন মিয়া,মহানগর যুবলীগ নেতা সামছুল হাসান,বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ,সাবেক সভাপতি জাকির হোসেন,শেখ মাইনুদ্দিন মানু,
১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন,২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম সারোয়ার সবুজ,২০নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী আসাদুজ্জামান খোকন,যুবলীগ নেতা আতিকুর রহমান মাসুম, মনির হোসেন মনু,সাইদুজ্জামান শাকিল,মনিরুজ্জামান খোকন,২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন জনি,মহানগর ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম,শ্রমিকলীগ নেতা জাকির প্রধান,২২ নং ওয়ার্ড যুবলীগ নেতা বাপ্পী পাঠান,যুবলীগ নেতা সাইদুজ্জামান শাকিল,সুমন ভূইয়া,শেখ মমিন,ডালিম হায়দার,উজ্জল আহাম্মদ, লাভলু প্রধান,সায়মন খান,সোহাগ প্রমুখ। শান্তি সমাবেশে যুবলীগ নেতা টিটু ও মহসিনের নেতৃত্বে একটি বিশাল মিছিল অনুষ্ঠানস্থলে যোগদান করে। মিছিলে উপস্থিত ছিলেন নাজমুল হাসান, আরিফুল ইসলাম অপু, শামীম, মিঠু, সাইফুল, সিরাজ, আসলাম, নাসির পাটোয়ারী, রনি প্রধান, আসিফ, আলম, রহিম, সুলতান, মিঠু (২), অপু (২) ও আবুল প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...