নারায়ণগঞ্জ  শুক্রবার | ৯ই জানুয়ারি, ২০২৬ | ২৫শে পৌষ, ১৪৩২ শীতকাল | ১৯শে রজব, ১৪৪৭

শিরোনাম
  |   আড়াইহাজারে আগুনে পুড়ে গেল ৩ কৃষকের ৬ বিঘা জমির আখ    |   সারাদেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ    |   বন্দরে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত   |   ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত   |   বন্দর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া   |   বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক সহ ফাইটার মনিরকে গ্রেফতার করেছে পুলিশ   |   খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সোহেল ও বন্ধু মহলের মিলাদ দোয়া   |   হাদির হত্যা: বিচারের পথে অগ্রগতি, না কি সময়ক্ষেপণের নতুন কৌশল ?    |   কেন্দ্রীয় জাসাস নেতা সানি হাসপাতালে আরোগ্য কামনায় দোয়া চাইলেন পরিবার    |   খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মহানগর বিএনপির দোয়া   |   বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যেগে দোয়া   |   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে ৪০ জন প্রার্থী বৈধ ঘোষণা    |   খালেদা জিয়ার শান্তি কামনায় চাঁন মিয়ার দোয়া মাহফিলে চরম হট্টগোল    |   খালেদা জিয়ার মাগফিরাত কামনায় না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া   |   নারায়ণগঞ্জে ৫ টি আসনে মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ ৩৬ প্রার্থী বাতিল ১৬   |   খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল   |   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ৫ম তলায় ইন্টেরিয়র উন্নয়নের শুভ উদ্বোধন   |   খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে দোয়া   |   নাগবাড়িতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা   |   নারায়ণগঞ্জ আড়াইহাজার – ২ আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা
 প্রচ্ছদ   রাজনীতি   যারা অগ্নি সন্ত্রাস করবে তাদেরকে আফগানিস্তান পাঠাতে হবে – এডঃ খোকন সাহা
বন্দরে শান্তি সমাবেশ / যারা অগ্নি সন্ত্রাস করবে তাদেরকে আফগানিস্তান পাঠাতে হবে – এডঃ খোকন সাহা
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র ও অবরোধের নামে জালাও-পোড়াও’র প্রতিবাদে বুধবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় বন্দর ১নং খেয়াঘাট এলাকায় ২২ ও ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ খোকন সাহা বলেন, যারা একাত্তুরে পচাত্তুরে রক্ত খেয়েছে তাদেরকে এদেশের মানুষ বিশ্বাস করেনা। আজকে বন্দরের মানুষ জেগে উঠেছে তার মানে সালাউদ্দিনের মতো খুনী সন্ত্রাসী যেমন আছে তেমন ভাল লোকেরাও বসবাস করে। ৭১ সালে আপনারা পাকিস্তানকে সহায়তা করেছেন,৭৫ রে খুনীদেরকে সহযোগিতা করেছিলেন। বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নাই প্লীজ দয়া করে প্রভুর মতো আচরণ করবেন না। হরতাল সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করতে গিয়ে  কেউ ক্ষতিগ্রস্ত হলে তার পাশে আমি থাকবো,রশীদ ভাই থাকবে শামীম ওসমান থাকবে। নেত্রী বলেছেন তাদের হাত কেটে ফেলতে।
আমার নেত্রীর সঙ্গে আমিও তাল মিলিয়ে বলতে চাই কখনো যদি কোন আগুন সন্ত্রাসীদের হাতে নাতে ধরতে পারেন তাহলে আমি নির্দেশ দিলাম তাদের হাত কেটে সেই আগুনেই নিক্ষেপ করবেন। বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে খোকন সাহা আরো বলেন,অনেক হয়েছে দয়া করে শান্ত হন। ক্ষমতা থাকলে নির্বাচনে আসেন জনগণের ম্যান্ডেট পেলে রাষ্ট্র পরিচালনা করেন। দলীয় নেতা-কর্মীদেরকে বলেন,দল যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষেই কাজ করবেন। যারা অগ্নি সন্ত্রাস করবে তাদেরকে আফগানিস্তান পাঠাতে হবে।
 বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশীদের সভাপতিত্বে ও বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদ ও ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান কমলের স ালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম,জি. এম আরমান,সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, জেলা তাতীলীগের আহবায়ক চৌধুরী এ এইচ এম শাহেদ ফারুক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তথা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালিমা হোসেন শান্তা,প্রবীণ আওয়ামীলীগ নেতা সামসুজ্জামান জামান, জেলা যুবলীগ নেতা মামুন আহমেদ ইমন মহানগর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন আনু,২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী সামাদ,১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী আলমগীর হোসেন, নাসিক’র ২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন মিয়া,মহানগর যুবলীগ নেতা সামছুল হাসান,বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ,সাবেক সভাপতি জাকির হোসেন,শেখ মাইনুদ্দিন মানু,
১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন,২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম সারোয়ার সবুজ,২০নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী আসাদুজ্জামান খোকন,যুবলীগ নেতা আতিকুর রহমান মাসুম, মনির হোসেন মনু,সাইদুজ্জামান শাকিল,মনিরুজ্জামান খোকন,২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন জনি,মহানগর ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম,শ্রমিকলীগ নেতা জাকির প্রধান,২২ নং ওয়ার্ড যুবলীগ নেতা বাপ্পী পাঠান,যুবলীগ নেতা সাইদুজ্জামান শাকিল,সুমন ভূইয়া,শেখ মমিন,ডালিম হায়দার,উজ্জল আহাম্মদ, লাভলু প্রধান,সায়মন খান,সোহাগ প্রমুখ। শান্তি সমাবেশে যুবলীগ নেতা টিটু ও মহসিনের নেতৃত্বে একটি বিশাল মিছিল অনুষ্ঠানস্থলে যোগদান করে। মিছিলে উপস্থিত ছিলেন নাজমুল হাসান, আরিফুল ইসলাম অপু, শামীম, মিঠু, সাইফুল, সিরাজ, আসলাম, নাসির পাটোয়ারী, রনি প্রধান, আসিফ, আলম, রহিম, সুলতান, মিঠু (২), অপু (২) ও আবুল প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...