নারায়ণগঞ্জ  শুক্রবার | ৯ই জানুয়ারি, ২০২৬ | ২৫শে পৌষ, ১৪৩২ শীতকাল | ১৯শে রজব, ১৪৪৭

শিরোনাম
  |   আড়াইহাজারে আগুনে পুড়ে গেল ৩ কৃষকের ৬ বিঘা জমির আখ    |   সারাদেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ    |   বন্দরে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত   |   ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত   |   বন্দর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া   |   বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক সহ ফাইটার মনিরকে গ্রেফতার করেছে পুলিশ   |   খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সোহেল ও বন্ধু মহলের মিলাদ দোয়া   |   হাদির হত্যা: বিচারের পথে অগ্রগতি, না কি সময়ক্ষেপণের নতুন কৌশল ?    |   কেন্দ্রীয় জাসাস নেতা সানি হাসপাতালে আরোগ্য কামনায় দোয়া চাইলেন পরিবার    |   খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মহানগর বিএনপির দোয়া   |   বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যেগে দোয়া   |   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে ৪০ জন প্রার্থী বৈধ ঘোষণা    |   খালেদা জিয়ার শান্তি কামনায় চাঁন মিয়ার দোয়া মাহফিলে চরম হট্টগোল    |   খালেদা জিয়ার মাগফিরাত কামনায় না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া   |   নারায়ণগঞ্জে ৫ টি আসনে মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ ৩৬ প্রার্থী বাতিল ১৬   |   খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল   |   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ৫ম তলায় ইন্টেরিয়র উন্নয়নের শুভ উদ্বোধন   |   খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে দোয়া   |   নাগবাড়িতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা   |   নারায়ণগঞ্জ আড়াইহাজার – ২ আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা
 প্রচ্ছদ   রাজনীতি   তৃণমূলের প্রার্থীরা বাধাগ্রস্ত হচ্ছেন – তৈমূর | মানুষ নৌকাকেই জয়ী করবেন – গাজী
গণসংযোগ কালে / তৃণমূলের প্রার্থীরা বাধাগ্রস্ত হচ্ছেন – তৈমূর | মানুষ নৌকাকেই জয়ী করবেন – গাজী
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  সুষ্ঠু নির্বাচনের সম্ভবনা দেখি না, পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে: সারাদেশে তৃণমূলের প্রার্থীরা ‘এমপি বাহিনীর দ্বারা’ বাধাগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার। এদিকে নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী বলেছেন, দু’এক মাসে গঠিত তৃনমূল বিএনপি’র ২০ জনও নেতাকর্মী নেই। তারা সবগুলো কেন্দ্রে পুলিং এজেন্ট দিতে পারবেনা।  মানুষ উন্নয়নে বিশ্বাসী তারা নৌকাকেই জয়ী করবেন।
আগামী ৭ জানুয়ারী নির্বাচনে জয়ী করতে ভোটারদের কাছে ভোট চেয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করেছে নারায়ণগঞ্জ ১-আসনের নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী ও তৃনমুল বিএনপির সোনালী আশঁ প্রার্থী তৈমূর আলম খন্দকার। বিকেলে রূপগঞ্জের বিভিন্ন এলাকায়  তারা গণসংযোগ ও উঠান বৈঠক করেন।
বক্তব্যে তারা বলেন, নির্বাচিত হলে সন্ত্রাস, মাদক নির্মূল সহ উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখবে।
নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন সম্ভবনা আমি দেখি না৷ পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে৷ শুক্রবার বিকেলে তাঁর নির্বাচনী এলাকা রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জে প্রচারণার সময় সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি৷
সারাদেশে তৃণমূলের প্রার্থীরা ‘এমপি বাহিনীর দ্বারা’ বাধাগ্রস্ত হচ্ছেন, রাতের আঁধারে পোস্টার খুলে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন দলটির মহাসচিব৷
তিনি বলেন, ‘প্রার্থীদেপ এমপি বাহিনীর দ্বারা বাধাগ্রস্ত হচ্ছেন, পোস্টার লাগাতে দিচ্ছে না, লাগানো পোস্টার খুলে ফেলা হচ্ছে৷ চনপাড়াতে আমার পোস্টার লাগাতে দেয় নাই৷ নির্বাচন কমিশন কি শুধু শোকজ করবে নাকি অ্যাকশনেও যাবে সেটা আমরা পর্যবেক্ষণ করছি৷
তারপর সংবাদ সম্মেলন করে আমরা জাতির সামনে সব তুলে ধরবো৷’
সেনাবাহিনীকে নির্বাচনকালীন সময়ে ‘বিচারিক ক্ষমতা’ প্রদানের দাবি জানান তৈমুর আলম৷
তিনি বলেন, ‘সেনাবাহিনীকে সাক্ষী-গোপাল করে রাখা যাবে না৷ যেখানে সন্ত্রাস সেখানে প্রতিরোধ করতে পারার ক্ষমতা সেনাবাহিনীকে দিতে হবে৷ ২০১৮ সালেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল কিন্তু তারা ছিলেন কেবল সাক্ষীগোপাল৷ স্ট্রাইকিং ফোর্স হিসেবে কেবল ডাইনে-বায়ে ঘুরছে, কারও কোন অভিযোগ শোনেও নাই, ব্যবস্থাও নেয় নাই৷ কারণ তাদের সেই ক্ষমতা দেওয়া হয় নাই৷
‘আমাদের দাবি, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হোক৷ যাতে কোন অপরাধ বা সন্ত্রাস সংঘটিত হলে, জোর করে সিল মারলে, ব্যালট ছিনতাই বা কোন কারচুপি হলে আইনগত ব্যবস্থা যাতে সেনাবাহিনী নিতে পারে৷ জনগণ যেন সেনাবাহিনীর কার্যকলাপে মনে করে যে, সেনাবাহিনী আসছে একটা সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন উপহার দেওয়ার জন্য৷ সেনাবাহিনী যেন রাস্তাঘাটে না ঘুরে কেন্দ্রে অবস্থান করতে পারে৷ কারণ ভোট জালিয়াতি হয় কেন্দ্রে৷ নতুবা সেনাবাহিনী নিয়োগ করে কোন লাভ হবে না৷ #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...