নারায়ণগঞ্জ  রবিবার | ১৬ই নভেম্বর, ২০২৫ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ হেমন্তকাল | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   প্রীতি ফুটবল ম্যাচে সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের জয়   |   বিশ্ব ডায়াসেটিক দিবসে সচেতনতা র‍্যালী, বিনামূল্যে স্বাস্থ্য সেবা আলোচনা সভা    |   জনগণ আ’লীগের ডাকা লকডাউনে সামান্য পরিমাণও সাড়া দেয়নি – এ্যাডঃ সাখাওয়াত   |   মসজিদ আল্লাহর ঘরে আইনজীবী, বিচারপ্রার্থী সবাই ইবাদত করবেন – এড. আনোয়ার   |   লকডাউনে নাশকতা এড়াতে র‌্যাবের চেকপোস্ট ও টহল কঠোর নজরদারি   |   লকডাউনের বিরুদ্ধে যুবদল নেতা রিয়াদ ও সাইফুলের অবস্থান কর্মসূচি পালন   |   আওয়ামীলীগের লকডাউন ঠেকাতে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   ৪ আসনে মোহাম্মদ আলীকে এমপি প্রার্থী’র মনোনয়ন চাইলেন তৃনমূল মুক্তিযোদ্ধারা    |   বন্দরে দেশের বিশ্বস্ত ও স্বীকৃত সেফটি ট্রেনিং প্রতিষ্ঠানের শুভ উদ্ধোধন    |   দলের সিদ্ধান্তই আমাদের একমাত্র পথনির্দেশনা – মাসুদুজ্জামান মাসুদ   |   ১৩ নভেম্বর গণহত্যার রায়ে লকডাউন আহ্বানের বিরুদ্ধে টিপু’র বিশাল মিছিল   |   বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলমের গণসংযোগে ব্যাপক সাড়া   |   জুলাই আন্দোলনে শহীদের শিশু সন্তানের হাতে দিয়ে নমিনেশন সংগ্রহ জাবেদ আলম   |   উদাসীনতায় বন্দর ২০নং ওয়ার্ডের ১০০ফিট সড়কে ময়লা-আবর্জণার স্তূপ    |   মাদক মামলায় এজ যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ   |   মা ও শিশু কল্যান কেন্দ্রে ডিসির মাতৃস্বাস্থ্য নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগ   |   বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন   |   মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের বাড়ি বাড়ি হাজির হবেন – সেন্টু   |   শহীদ জিয়া শুধু রণাঙ্গনে যুদ্ধ করেননি দেশের ক্রান্তিকালে হাল ধরেছেন – মুহাম্মদ গিয়াসউদ্দিন   |   পীরজাদা মারুফ সিরাজ শাহর জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
 প্রচ্ছদ   রাজনীতি   জাতীয় সংসদের নির্বাচনে একনজরে বন্দর  ৯৭টি ভোট কেন্দ্রে
ভোট কেন্দ্র / জাতীয় সংসদের নির্বাচনে একনজরে বন্দর  ৯৭টি ভোট কেন্দ্রে
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২ দিন বাকি। আসন্ন নির্বাচনেকে অবাধ নিরপেক্ষ  করার জন্য নির্বাচন কমিশনসহ আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন করেছে। আগামী ৭ জানুয়ারী  বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন ও নারায়নগঞ্জ সিটি করর্পোরেশনের ৯ টি ওয়ার্ডের ৯৭ টি ভোট কেন্দ্রে  ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। বন্দরে ৯৭ টি ভোটকেন্দ্রের মধ্যে বেশ কয়কটি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ন রয়েছে বলে অপর একটি সূত্রে জানাগেছে । বন্দরে ৯৭টি ভোট কেন্দ্রের  তালিকা তুলে ধরা হলো, কেন্দ্র নাম্বার ৭৯/ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের ৫৩ নং মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র-১ কেন্দ্র নাম্বার ৮০/ – ৫৩ নং মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র-২কেন্দ্র নাম্বার ৮১/- ৫৪ নং কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। কেন্দ্র নাম্বার ৮২/- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ডের ৫২ নং সোনাকান্দা বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র-১।

কেন্দ্র নাম্বার ৮৩/- ৫২ নং সোনাকান্দা বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রীয় নং ২। কেন্দ্র নং ৮৪/ সোনাকান্দা উচ্চ বিদ্যালয়।কেন্দ্রনং ৮৫/ ৫১ নং সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। কেন্দ্রনং ৮৬/ ১নং ফরাজিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কেন্দ্র নং ৮৭/ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড সোনাকান্দা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়। কেন্দ্রনং ৮৮/ বিএন্ডডি ই ডব্লিউ উচ্চ বিদ্যালয় কেন্দ্রনং -১  কেন্দ্র নং ৮৯/ বিএন্ডডি ই ডব্লিউ উচ্চ বিদ্যালয় কেন্দ্রনং -২। কেন্দ্র নং ৯০/ শিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয় বন্দর কলোনী। কেন্দ্রনং -৯১/ বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শাহী মসজিদ কেন্দ্র নং-১ কেন্দ্রনং ৯২/বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র নং ২। কেন্দ্রনং ৯৩/ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্র -১। কেন্দ্র নং ৯৪/ বিএমই ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রনং-২। কেন্দ্র নং ৯৫/ বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্র নং ১ বন্দর এসএস শাহ রোড। কেন্দ্র নং ৯৬/ বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্র নং ২। কেন্দ্র নং ৯৭/ বন্দর শিশুবাগ বিদ্যালয় এইচ এম সেন রোড। কেন্দ্র নং ৯৮/ বন্দর বালিকা সরকারি  প্রাথমিক বিদ্যালয় বন্দর এইচ এম সেন রোড। কেন্দ্র নং ৯৯/ বন্দর শ্রমকল্যাণ কেন্দ্র ভোট কেন্দ্র ১।

কেন্দ্র নং ১০০/ শ্রমকল্যাণ কেন্দ্র  কেন্দ্র নং ২। কেন্দ্র নং ১০১/ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড  পশ্চিমবঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয় সল্পের চক।

কেন্দ্র নং ১০২/ একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং -১ বন্দর উইলসন রোড একরামপুর। কেন্দ্র নং ১০৩/একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং ২। কেন্দ্র নং ১০৪/নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। কেন্দ্রনং ১০৫/ লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নবীগঞ্জ। কেন্দ্র নং ১০৬/সরকারি কদম রসুর ডিগ্রি কলেজ ভোটকেন্দ্র ১। কদম রসুল পৌরসভা।

ভোটকেন্দ্র ১০৭ /সরকারি কদম রসুল ডিগ্রী কলেজ ভোটকেন্দ্র ২। ভোটকেন্দ্র ১০৮/হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র ১ নবীগঞ্জ।

ভোটকেন্দ্র ১০৯ হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র ২।

ভোটকেন্দ্র ১১০/ ৪৫ নং নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় নবীগঞ্জ। ভোটকেন্দ্র ১১১/ ৪৬ নং কদম শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র ১১২/ নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা নবীগঞ্জ। ভোটকেন্দ্র১১৩/ ৪৪ নং আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় আমিরাবাদ। ভোট কেন্দ্র১১৪/ ৬২ নং কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় চৌরাপাড়া। ভোট কেন্দ্র ১১৫/ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ড লক্ষণখোলা আলহাজ্ব ফজলুর রহমান উচ্চ বিদ্যালয় লক্ষণখোলা ভোটকেন্দ্র ১১৬/৪৩ নং লক্ষনখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র ১১৭/ ৫৭নং লক্ষণখোলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র নং ১১৮/ ৪২ নং লক্ষনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র ১১৯/ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড ঢাকেশ্বরী মিল উচ্চ বিদ্যালয়। ভোটকেন্দ্র ১২০/ রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র ১২১/ নারায়ণগঞ্জ  সিটি কর্পোরেশন ২৭ নং ওয়ার্ড চাপাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় চাপাতলী। ভোটকেন্দ্র ১২২/ কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র ১২৩/

ফুলহর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ভোটকেন্দ্র ১২৪ কলাগাছি ইউনিয়ন পরিষদের হাজী ইব্রাহিম আলমচন স্কুল এন্ড কলেজ। ভোটকেন্দ্রে ১২৫/ আলিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র ১২৬/ মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র ১২৭/ ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ১। ভোটকেন্দ্র ১২৮/ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র ২। ভোটকেন্দ্র ১২৯/ বিশ্বনবী ইসলামী আলিম মাদ্রাসা। ভোট কেন্দ্র ১৩০/ হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।ভোট কেন্দ্র ১৩১/ কল্যান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোট কেন্দ্র ১৩২/ সেলসারদী  সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র ১৩৩ / দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র ১৩৪/ সোহরাব মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখফুলদী। ভোটকেন্দ্র ১৩৫/ বরুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোট কেন্দ্র ১৩৬/ হাজরাদি সরকারী প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র ১৩৭/শুভকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র ১৩৮ /হাজী ফজলুল হক গার্লস হাই স্কুল । ভোটকেন্দ্র ১৩৯/কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় নিশং।ভোট কেন্দ্র ১৪০/ বন্দর ইউনিয়ন পরিষদ বন্দর কলাবাগসরকারি প্রাথমিক বিদ্যালয় বন্দর বাস স্ট্যান্ড। ভোটকেন্দ্র ১৪১ / নাসিম ওসমান মডেল উচ্চ বিদ্যালয়।ভোটকেন্দ্র ১৪২/ বন্দর কাজীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র ১৪৩/ বন্দর মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র ১৪৪/ মিরকুন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র ১৪৫ / বিবিজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র ১৪৬/ কুশিয়ারা ভদ্রসন সরকারি প্রাথমিক বিদ্যালয় পদুঘর।ভোটকেন্দ্র ১৪৭/ উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তর তিনগাও। ভোটকেন্দ্র ১৪৮/ হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়। ভোটকেন্দ্র ১৪৯/ কুশিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ভোটকেন্দ্র ১৫০/ মুসাপুর ইউনিয়ন পরিষদের দাসেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র ১৫১/ মালিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র ১৫২/ পিচ কামতাল মদিনাতুল উলুম মাদ্রাসা। ভোটকেন্দ্র ১৫৩/ বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র ১৫৪/ লাঙ্গলবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোট কেন্দ্র ১৫৫/ মুসাপুর ইউনিয়ন পরিষদ। ভোটকেন্দ্র ১৫৬/ মুসাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ভোটকেন্দ্র ১৫৭/ মুসাপুর দারুচ্ছুন্নাৎ ইসলামিয়া দাখিল মাদ্রাসা।

ভোটকেন্দ্রে ১৫৮/ চর শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চর ইসলামপুর।ভোটকেন্দ্র ১৫৯/ ধামগড় ইউনিয়ন পরিষদের কাজী বাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র ১৬০/ জঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ভোটকেন্দ্র ১৬১/ কামতাল হালুয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র ১৬২/ নুরুন আলানুর এছাহাকিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্র১৬৩/ আমৈর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র ১৬৪/ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা গোকুল দাসের বাগ। ভোটকেন্দ্র ১৬৫/বুনিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ।

ভোটকেন্দ্র ১৬৬ / ধামগড় ইউনিয়ন পরিষদ। ভোটকেন্দ্র ১৬৭/ মনারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র ১৬৮/ মদনপুর ইউনিয়ন  পরিষদের  মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়। ভোটকেন্দ্র ১৬৯/ দেওয়ানবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র ১৭০/ ছোটবাগ সমাজ বিজ্ঞান পরিষদ। ভোটকেন্দ্র ১৭১/ জামিয়া আরাবিয়া হাজী আফিস উদ্দিন দারুল উলুম মাদ্রাসা চাঁনপুর। ভোটকেন্দ্র ১৭২/ লাউসার সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র ১৭৩/ কেওঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র ১৭৪/ বাগদোবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটকেন্দ্র ১৭৫/ কাইনালী ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

তথ্য সূত্রে জানাগেছে, বন্দরে নারায়ণগঞ্জ ৫ (সদর- বন্দর) আসনে সংসদ সদস্য পদে  ৪ জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করছে। এরা হলেন জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান (লাঙ্গল), তৃণমূল-বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ ভাসানী ভূঁইয়া ( সোনালী আঁশ) ইসলামিক ফ্রন্টের প্রার্থী এএমএস একরামুল হক (চেয়ার) বাংলাদেশ সুপ্রিম পার্টি প্রার্থী ছামসুল ইসলাম (একতারা) নিয়ে নির্বাচনে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জ ৫ আসনে মোট ভোটার সংখ্যা হল ৪ লাখ ৯৬ হাজার ২৯৯ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র হল ১৭৫ টি। এর মধ্যে বন্দরে ভোট কেন্দ্র হলো ৯৭টি। ১৭৫টি ভোট কেন্দ্রের  মোট বুথ সংখ্যা হলো ১ হাজার ৯২ টি । এ আসনে ভোটার বেড়েছে ৫০ হাজার ৬৮৩ জন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...