ভোট বর্জনের দাবিতে বন্দরে বিএনপির লিফলেট বিতরণ
বন্দর প্রতিবেদকঃ দ্বাদশ নির্বাচন বর্জনের আহবান জানিয়ে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসাবে ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করেছে বন্দর থানা বিএনপি। শুক্রবার (৫ জানুয়ারী) বিকালে বন্দর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর স্ট্যান্ড থেকে শুরু করে নাসিক ২৭ ও ২৬ নং ওয়ার্ডের লক্ষণখোলা পর্যন্ত এ লিফলেট বিতরণ করা হয়।
বন্দর থানা বিএনপির সভাপতি নাসিক ২০নং ওয়ার্ড কাউন্সিলর শাহেন শাহ ও বন্দর থানা বিএনপির সধারণ সম্পাদক নাজমুল হক রানার নেতৃত্বে লিফলেট বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো: সেলিম মিয়া, আমিনুল ইসলাম বাবু, হাজী মনির হোসেন,
নাসিরুল্লাহ টিপু, ফিরোজ আহাম্মেদ, হাজী জাবেদ, মো: রমজান মিয়া, কাজল আহাম্মেদ কালুন, শিবু চন্দ্র দাস, রিপন মিয়া, সানোয়ার হোসেন, ফয়সাল সিকদার, আবদুল্লাহ, সাহেব আলী, জয়নাল আবেদীন, উজ্জল মিয়া, আশরাফ আলী, মাসুম মিয়া, মো: সালাম মিয়া, মুছা মিয়া ও মাহবুব প্রমুখ।
লিফলেট বিতরণ কালে নেতারা বলেন, আওয়ামীলীগের পাতানো নির্বাচনে কেউ যেন ভোট কেন্দ্রে না যান এ জন্য তারা জনগণকে আহবান জানান। গণতন্ত্র প্রতিষ্ঠায় এ অবৈধ সরকারের পাতানো ও ড্যামি নির্বাচন বর্জন করা দেশের প্রতিটি নাগরিকের উচিৎ। তাই নেতাকর্মীরা সকলকে ভোট বর্জনের আহবান জানান।###