নারায়ণগঞ্জ  রবিবার | ১১ই জানুয়ারি, ২০২৬ | ২৭শে পৌষ, ১৪৩২ শীতকাল | ২১শে রজব, ১৪৪৭

শিরোনাম
  |   এক হাজার শীতার্ত মানুষের মাঝে বিভা হাসানের শীতবস্ত্র বিতরণ   |   ব্যাবসায় সমস্যা ও উত্তরণের পন্থা মতবিনিময় সভা অনুষ্ঠিত    |   তথ্য গোপন করায় মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে আপিল করলেন গিয়াসউদ্দিন   |   বন্দরে পূর্বশত্রুতায় তাওহীদ নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা   |   যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গুলি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫   |   কলাগাছিয়ায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া   |   আড়াইহাজারে আগুনে পুড়ে গেল ৩ কৃষকের ৬ বিঘা জমির আখ    |   সারাদেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ    |   বন্দরে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত   |   ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত   |   বন্দর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া   |   বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক সহ ফাইটার মনিরকে গ্রেফতার করেছে পুলিশ   |   খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সোহেল ও বন্ধু মহলের মিলাদ দোয়া   |   হাদির হত্যা: বিচারের পথে অগ্রগতি, না কি সময়ক্ষেপণের নতুন কৌশল ?    |   কেন্দ্রীয় জাসাস নেতা সানি হাসপাতালে আরোগ্য কামনায় দোয়া চাইলেন পরিবার    |   খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মহানগর বিএনপির দোয়া   |   বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যেগে দোয়া   |   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে ৪০ জন প্রার্থী বৈধ ঘোষণা    |   খালেদা জিয়ার শান্তি কামনায় চাঁন মিয়ার দোয়া মাহফিলে চরম হট্টগোল    |   খালেদা জিয়ার মাগফিরাত কামনায় না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া
 প্রচ্ছদ   শিক্ষা   হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের কোচিংয়ের নামে অতিরিক্ত ৩৬’শ টাকা আদায়ে ক্ষোভ
অতিরিক্ত ফি / হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের কোচিংয়ের নামে অতিরিক্ত ৩৬’শ টাকা আদায়ে ক্ষোভ
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪

নারায়নগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের ২০২৪ সালের ৪০০এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ৩৬০০ টাকা আদায়ের জন্য কতৃর্পক্ষ নোটিশ প্রদান করায় ক্ষুব্ধ হয়ে উঠেছে অভিভাবকরা। তারা স্কুল ম্যানেজমেন্টের এধরণের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে ৩৬০০ আদায়ের বিষয়ে প্রতিবাদ করতে গেলে অভিভাবকদের সাথে খারাপ আচরণ করে। প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভুঁইয়া জানান ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বর,

ডিসেম্বর ও জানুয়ারি মাসে এসএসসি পরীক্ষার্থীদের কোচিং বাবদ ৩০০০ টাকা এবং মডেল টেষ্টের জন্য ৬০০ টাকা নেওয়া হচ্ছে। এটাকা আদায়ের ফলে ১৫লাখ অতিরিক্ত টাকা আদায় হবে বলে অভিভাবকরা জানিয়েছে। এদিকে একাধিক অভিভাবক অভিভাবক জানান সরকারী নিয়ম অনুযায়ী ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীরা ২০২৩সালের ডিসেম্বর পর্যন্ত নিয়মিত ক্লাসের বেতন দিয়ে আসছি।তারা জানান, এসএসসি পরীক্ষার ফরম পুরনের সময় গত অক্টোবর মাসে ডিসেম্বর মাসের বেতন সহ ফরম পুরন করা হয়েছে।

এরপর স্কুলের প্রধান শিক্ষক স্বাক্ষরিত নোটিশে পরীক্ষার্থীদেও নতুন ভাবে আগামী ২০জানুয়ারীর মধ্যে ৩৬০০ টাকা হিসাব বিভাগে জমা দিতে বলা হচ্ছে যা অভিভাবকদের বহন করা কষ্ট সাধ্য হয়ে পড়েছে। তারা অভিযোগ করেন অক্টোবর মাসে নিয়মিত ক্লাস ছিল কোন কোচিং করা হয়নি।তারপরও একমাসের কোচিং ফি বাবদ ১হাজার টাকা করে নেয়া হয়েছে। নভেম্বর ও ডিসেম্বর মাসে কোন কোচিং করা হয়নি। জানুয়ারী মাসে এখন পর্যন্ত জাতীয় সংসদ নির্বচন কে ঘিওে কোন ক্লাশ হয়নি অথচ কোচিং ফি নেয়া হচ্ছে এবং এ মাসে মডেল টেষ্টের নামে অতিরিক্ত আরো ৬শ টাকা নেয়া হচ্ছে। এ টাকা না দেয়ো হলে এ্যাডমিড কার্ড দেয়া হবে না বলে জানানো হচ্ছে।অভিভাবরা জানান, এ টাকা আদায় করা হলে অতিরিক্ত ১৫লাখ টাকা আদায় হবে। অভিভাবকরা এ ব্যাপারে জেলা প্রশাসক ও সংসদ সদস্য সেলিম ওসমানের দৃষ্টি আকর্ষন করেছেন।এদিকে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী জানান সরকারি সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী কোন স্কুলে কোচিং ক্লাস করা যাবে না। সেখানে কোন স্কুলে যদি কোচিং ক্লাস করা হয় এটা আমাদের নজরে আসলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান,নারায়নগঞ্জ হাই স্কুলে কোচিংয়ের নামে যদি কোন অতিরিক্ত টাকা আদায় করা হয় সেটা তদন্ত করে প্রধান শিক্ষকের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভুঁইয়া জানান গভর্নিং বডির সভাপতি চন্দন শীলের সাথে আলোচনা করে কোচিং এবং মডেল টেষ্টের ফি নেয়া হ”্ছ।ে তিনি বলেন,স্কুলে কোচিং করা যাবে না এটা বোর্ডের নির্দেশনা আছে কিন্তু আমরা কোচিং করাচ্ছি শিক্ষার্থীদের ভালো রেজাল্টের জন্য। তিনি এ ব্যাপারে গভনিং বডির সভাপতির সাথে কথা বলার জন্য বলেন। গভনিং বডির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীলের সাথে একাধিক বার ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি। গভনিং বডির সদস্য আবদুস সালাম জানান এ বিষয়ে প্রধান শিক্ষক কোন কিছু অবহিত না করেই কোচিং চালু করে অতিরিক্ত ফি আদায় করছে। তিনি বলেন এ ব্যাপারে অভিভাবকরা কোচিং এর টাকা আদায়ের বিষয়ে আমাদেও কাছে অভিযোগ করেছেন কিন্তু আমাদের কিছু করনীয় নাই। প্রধান শিক্ষক নিজ দায়িত্বে এ কোচিং এবং মডেল টেষ্ট নিচ্ছে। গভর্নিং বডি আমার জানামতে কিছু জানে না। প্রধান শিক্ষক এ ব্যাপারে সবকিছু বলতে পারবেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...