শিরোনাম
লায়ন ডিস্ট্রিক্ট নির্বাচনে মনা, মহসিন, রানা নির্বাচিত


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ লায়ন্স ক্লাব জেলা ৩১৫ এ ২ এর ২০২৫-২০২৬ বছরের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ মে ঢাকা হোটেল সোনারগাঁও অনুষ্ঠিত নির্বাচনে গভর্নর পদে লায়ন শংকর কুমার রায় মনা এমজেএফ, ১য় ভাইস গভর্নর পদে লায়ন মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ, ও ২য় ভাইস গভর্নর পদে লায়ন এমরান ফারুক মইন রানা পিএফজেএফ নির্বাচিত হয়েছেন।

দুইদিনব্যাপি ডিস্ট্রিক্ট কনভেনশনের দ্বিতীয় দিনে আনন্দঘন পরিবেশে নির্বাচনে লায়ন ভোটাররা ভোট প্রদান করে তাদের আগামীর নেতা নির্বাচন করেন।
দুপুর ১২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন কমিশন নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। এসময় নির্বাচন কমিশন নির্বাচনে গভর্নর পদে লায়ন শংকর কুমার রায় মনা এমজেএফ, ১য় ভাইস গভর্নর পদে লায়ন মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ, ও ২য় ভাইস গভর্নর পদে লায়ন এমরান ফারুক মইন রানা পিএফজেএফ কে নির্বাচিত জয়ি ঘোষনা করেন।

পরে অনুষ্ঠানে উপস্থিত লায়ন বিভিন্ন ক্লাবের নেতা ও লায়ন সদস্যরা তাদের আগামী নির্বাচিত জেলা লায়ন নেতাদের পুষ্পমাল্য দিয়ে বরন করে নেন।
এসময় নির্বাচিত লায়ন নেতারা তাদের অনুভূতি প্রকাশ করে, তাদের নির্বাচিত করায় ভোটাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। #
