শিরোনাম
মিরসরাইয়ে ড্রেজার ডুবে ৮ শ্রমিক নিখোঁজ
চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোন সংলগ্ন সমুদ্র উপকূলে একটি ড্রেজার উল্টে পানিতে তলিয়ে গেছে। এতে ড্রেজারে কর্মরত আট শ্রমিক নিখোঁজ হয়েছে।মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হারুন পাশা জানান, সমুদ্র উত্তাল থাকায় নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে ডুবুরিরা ঠিকমতো অনুসন্ধান কাজ করতে পারছে না। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।