শিরোনাম
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষনের প্রেরণায় মুক্তি কামীজাতি স্বাধীনতা অর্জন করে – মেয়র আইভী
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ঐতিহাসিক ৭ মার্চ দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার ৭ মার্চ নগরীর ২নং রেলগেট বঙ্গবন্ধু চত্ত্বরে মেয়র বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর সহ কর্মকর্তা-কর্মচাচারীরা উপস্থিত ছিলেন।
এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ভাষনের মধ্য দিয়ে বাঙ্গালি জাতির স্বাধীনতার দ্বার উন্মোচন হয়েছিল। বঙ্গবন্ধুর ভাষনে পর সমগ্র বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রাম যুদ্ধে ঝপিয়ে পড়েছিল। এবং এ জাতির মুক্তি ছিনিয়ে এনে বিজয় লাভ করেছি। জাতির পিতা বঙ্গবন্ধুকে আজ এ ঐতিহাসিক দিনে শ্রদ্ধা ভরে স্মরণ করছি।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ৭ মার্চে প্রদত্ত ভাষণের দিনটিকে মন্ত্রীপরিষদ বিভাগ হতে ‘ঐতিহাসিক ৭ মার্চ দিবস’ হিসেবে ঘোষণা করাসহ দিবসটিকে ‘ক’ শ্রেণিভূক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। #