বন্দরে শব্দ ও পরিবেশ দুষণের প্রতিবাদে মানববন্ধন
বন্দর প্রতিবেদকঃ বন্দরে বক্তারকান্দি আমিরাবাদ এলাকায় আকিজের মাটি ও বিভিন্ন ভাড়ি মালবাহী গাড়ি চলাচলে শব্দ ও পরিবেশ দুষনের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। গত মঙ্গলবার (২৬ মার্চ) সকালে আমিরাবাদ বাস স্ট্যান্ডে উল্লেখিত এলাকার সাধারণ মানুষ জড়ো হয়ে এ মানববন্ধন করেন। এ সময় এলাবাসি অভিযোগ করেন,
বন্দরের আমিরাবাদস্থ জনবহুল এলাকায় আকিজ শিল্প কারখানা গড়ে তুলছে। কিন্তু ঘনবসতি ও আবাসিক এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ফলে আকিজের ভাড়ি মালবাহি গাড়ি চলাচলের ফলে আমিরাবাদ ও বক্তারকান্দী এলাকার আশপাশের লোকজনের চরম ভোগান্তি শিকার হতে হচ্ছে।
অবিরাম শব্দ দুষন ও ধুলাবালিতে পরিবেশ দুষনের কবলে পড়তে শিশু ও বৃদ্ধসহ সকল বয়সের মানুষ। এলাকাবাসী শিল্প প্রতিষ্টানের অত্যাচার থেকে চিরমুক্তি পাওয়ার জন্য স্থানীয় এমপি ও নাসিক মেয়রসহ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। #