রজতজয়ন্তী / রোটারী ক্লাব অব রাজধানী সোনারগাঁ এর ২৫ বছরে রজতজয়ন্তী অনুষ্ঠান
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ রোটারী ক্লাব অব রাজধানী সোনারগাঁ এর ২৫ বৎসর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী ও অভিষেক অনুষ্ঠান ২৭ ডিসেম্বর’২৫ এস.এইচ ক্যাসেলে অনুষ্ঠিত হয়।

ক্লাব প্রেসিডেন্ট এম এম মোশারফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ডেপুটি কান্ট্রি কো-অডিনেটর পিডিজি এ কে এম সামসুল হুদা, পিডিজি হাফিজুর রহমান, পিপি তাজিমুল ইসলাম, পিপি কাজি জাহিদুল ইসলাসহ অন্যান্য রোটারীয়ান নেতৃবৃন্দ। সভার শুরুতে ক্লাব প্রেসিডেন্ট মোশারফ হোসেনকে কলার পড়িয়ে পড়িয়ে দেন আইপিপি আদিত্য সাহা এবং ফুল দিয়ে বরণ করেন ডেপুটি কান্ট্রি কো-অডিনেটর পিডিজি এ কে এম সামসুল হুদা। ক্লাব প্রেসিডেন্ট তার বোর্ডকে পরিচয়ে করিয়ে দেন।

২৫ বৎসর পূর্তি উপলক্ষ্যে স্মরণীকার মোড়ক উম্মোচন করা হয়। বিগত বৎসরে ক্লাবে অবদানের জন্য পিপিদের পুরুস্কৃত করা হয়। এছাড়াও একজন অসহায় মহিলাকে সেলাই মেশিন প্রদান করাসহ একজন নতুন সদস্যকে পিন পরিয়ে অন্তর্ভুক্ত করা হয়। রোটারী ক্লাব অব রাজধানী সোনারগাঁ এর সকল সদস্য, বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট ও রিপসা টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, র্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণের পর ক্লাব প্রেসিডেন্ট সকল রোটারীয়ানদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। #



