বন্দরে ব্যবসায়ীকে হত্যার হুমকি দিল পুলিশ সোর্স, চাঁদা দাবি
বন্দর প্রতিবেদকঃ বন্দরে কতিপয় পুলিশ সোর্স সাইফুল কর্তৃক ভূসি ব্যবসায়ী হাসান হাওলাদারের কাছ থেকে দেড় লাখ টাকা চাঁদা দাবির করে হত্যার হুমকির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শনিবার (২২ অক্টোবর) দুপুরে ভূক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে বন্দর থানায় পুলিশ সোর্সের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত ১৬ অক্টোবর বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকায় জনৈক কাউয়ুম মিয়ার স মিলে ওই চাঁদা দাবির ঘটনাটি ঘটে। অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, ফতুল্লা থানার ভূইঘর গিরিধারা এলাকার টুটুল হালদারের ছেলে হাসান হাওলাদার দীর্ঘ দিন ধরে বন্দর থানার ফরাজিকান্দা এলাকার জনৈক কাইয়ুম মিয়ার স মিলে ভূসি ব্যবসা করে আসছে। বন্দরে ব্যবসা করার সুবাদে ফতুল্লা থানার সাইবোর্ড এলাকার আজিজ শিকদারে ছেলে বন্দরের পুলিশ সোর্স সাইফুল দীর্ঘ দিন ধরে ভূক্তভোগী ভূসি ব্যবসায়ী কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। প্রতিদিনের ন্যায় গত ১৬ অক্টোবর ভূসি ব্যবসায়ী হাসান হাওলাদার ফরাজিকান্দা এলাকায় আসলে ওই সময় উল্লেখিত পুলিশ সোর্স সোহেল ভূসি ব্যবসায়ী কাছ থেকে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। ওই সময় ভূসি ব্যবসায়ী চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে এতে পুলিশ সোর্স সাইফুল ক্ষিপ্ত হয়ে ভূসি ব্যবসায়ীকে হত্যার হুমকি প্রদান করে। #
বন্দর প্রতিবেদক
শিপু/স, ০৩ঃ০৮ পি/এম