সোনারগাঁয়ে সাত হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাত হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। নির্বাহি ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি), সোনারগাঁ মো: ইব্রাহিম নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ইউনিয়নের বৈদ্যের বাজার চাঁন্দেরকির্তী এলাকায় অভিযান পরিচালিত হয়। এসময় সাত কিলোমিটার এলাকা বিস্তৃত সাত হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অবৈধ পরিমান পাইপ ও রাইজার জব্দ করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
নির্বাহি ম্যাজিষ্ট্রেট জানান, বৈধ গ্রাহকদের সেবা প্রদানের জন্যই অবৈধ সংযোগ গুলো বিচ্ছিন্ন করা হচ্ছে এবং এ অভিযান চলমান থাকবে।
তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো: সুরুজ আলম জানান, বৈদ্যের বাজার ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় সাত কিলোমিটার বিস্তৃত সাত হাজার আবাসিক সংযোগের অবৈধ পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়েছে।