শিরোনাম
রূপগঞ্জে ২৯ কোটি টাকা বকেয়া, অন্তিম কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাসের ২৯ কোটি ৪০ লাখ টাকা বকেয়া বিল পরিশোধ না করায় অন্তিম নিটিং ডাইং এন্ড ফিনিশিং লিমিটেড কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল আহসান মারুফ এর নেতৃত্বে ও আইন শৃংখলা বাহিনীর সহায়তায় বৃহস্পতিবার দুপুরে উপজেলার বরপা এলাকায় অন্তিম গ্রুপের শিল্প প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালিত হয়।তিতাসের আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক জানান, কিস্তি সুবিধাসহ বার বার সুযোগ দেয়ার পরেও মালিকপক্ষ তাদের গ্যাসের বকেয়া ও বিল দীর্ঘদিন ধরে পরিশোধ করছে না। যে কারণে প্রতিষ্ঠানটির গ্যাাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। তবে বকেয়া বিল পরিশোধ করা হলে পুনরায় সংযোগ প্রদান করা হবে। #