নারায়ণগঞ্জ  সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ শীতকাল | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬

শিরোনাম
  |   বাংলাবাজারে জাকের পার্টির মিশন সভা ও জলছা মাহফিল অনুষ্ঠিত   |   আড়াইহাজার বাজারে হাত-পা বেঁধে ৪ দোকানে ডাকাতি   |   নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে জয়ি হওয়ায় ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন হৃদয়    |   ১২ মামলার আসামী সালামের চেয়ারম্যানের ডান হাত সন্ত্রাসী সোহেল বাহিনী বেপরোয়া    |   নিহত মেধারী শিক্ষার্থী ওয়াজেদ সিমান্ত হত্যার বিচার কার্যকর ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন   |   জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন মমিনুর রশিদ শাইন    |   জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির শীতবস্ত্র বিতরণ | জেলার নতুন কমিটি ঘোষনা    |   পূর্বাচলের লেক থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার   |   মহান বিজয় দিবসে রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা   |   নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক এমপি এস.এম. আকরামের মৃত্যুতে শোক ও সমবেদনা    |   তারেক জিয়া নেতৃত্বে দেশবাসীকে একটি নতুন বাংলাদেশ উপহার দিব- মুকুল   |   মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা    |   শহীদ বুদ্ধিজীবী  দিবসে বন্দরে বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের পুষ্প অর্পন    |   বিপিজেএ না’গঞ্জ কমিটির সাক্ষাৎ / অপসাংবাদিকতা পরিহারের আহবান জানালেন – হাতেম   |   লায়ন্স ক্লাব ১৮০০ মানুষকে সেলাই মেশিন, ভ্যানগাড়ি, শীতবস্ত্র, স্কুল ব্যাগ বিতরন সহ স্বাস্থ্যসেবা দিল   |   জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিকদলের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত   |   বিএনপির ৩১ দফার সমর্থন আদায়ে সোনারগাঁওয়ে উঠান বৈঠক   |   আড়াইহাজারে ৮ কেজি গাজা সহ গ্রেফতার ২    |   রোকেয়া দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ, না’গঞ্জ জেলার আলোচনা সভা   |   নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন নবগঠিত কমিটিকে বন্দর প্রেসক্লাবের শুভেচ্ছা
 প্রচ্ছদ   লীড নিউজ   নদী দখল দূষনমুক্ত করতে চিঠি দিয়েও সাড়া পাইনি, আমারাই কাজ করবো- মেয়র আইভী
নদী দখল দূষনমুক্ত করতে চিঠি দিয়েও সাড়া পাইনি, আমারাই কাজ করবো- মেয়র আইভী
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
নারায়ণগঞ্জে খবর প্রতিবেদকঃ  নারায়গঞ্জে নদীতে শিল্প দূষন রোধে করনীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়োজনে নদীতে শিল্প দূষন রোধ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
এসময় মেয়র আইভী বলেন,নদীকে বাঁচাতে নদীর পার্শ্ববর্তী জমি দখলমুক্ত করা সহ দূষন মুক্ত করা প্রয়োজন। নদী দখল দূষন মুক্ত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে সহযোগিতা চেয়েও সাড়া পাওয়া যায়নি। ডীপ ড্রেন করে ময়লা পানি ইটিপি প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ করে নদীতে ফেলার উদ্যোগ নিয়েও কারো সাড়া না পাওয়ায় এ কার্যক্রম শুরু করতে পারিনি। আমাদের আর্থিক সমস্যা কাটলে আমরাই কাজ করবো।
মেয়র আইভী আরো বলেছেন, ‘২০০৯ সালে নারায়ণগঞ্জের চিত্তরঞ্জন পুকুর রক্ষা করার জন্য বেলার শরনাপন্ন হয়েছিলাম। তাদের মাধ্যমে রায় পেয়ে সেই পুকুরটি রক্ষা করতে পেরেছি। আমরা যারা মেয়র নির্বাচিত হয়ে এসেছি তাদের আসলে ক্ষমতা খুবই সামান্য। চাইলেও অনেক কিছু করতে পারি না।
মেয়র আইভী বলেন, ‘হাইকোর্টের রায় আছে নদীর তীরবর্তী জায়গা স্থানীয় সিটি করপোরেশন বা পৌরসভাকে দিতে হবে। সেখানে সবুজায়ন, খেলার মাঠ করতে হবে। আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিলাম জায়গার জন্য। মন্ত্রণালয় বিআইডব্লিউটিএ কে নির্দেশনা দিলেও সেই জায়গা আমাদের দেয়া হয়নি। বাধ্য হয়ে সেই জায়গা দখল করেছি আমরা।
তিনি আরও বলেন, ‘নদী দূষণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কিছুটা দায়ী। কারন আমাদের যত বর্জ্য আছে তা ড্রেনের মাধ্যমে নদীতে ফেলা হয়। আমরাই সবার আগে প্রস্তাব দিয়েছি ইটিপির মাধ্যমে পানি নদীতে ফেলতে চাই। কিন্তু এর জন্য অর্থ দরকার, সেই ফান্ড কেউ দিচ্ছে না আমাদের।
এসময় সৈয়দা রেজুয়ানা হাসান বলেন, নদীতে দূষন কমাতে শিল্প বর্জ্য কমাতে ইটিপি প্লান্ট শতভাগ নিশ্চিত করা প্রয়োজন, আজ এ আলোচনায় বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মার্সের কোন প্রতিনিধি উপস্থিত হয়নি। তাহলে এ কার্যক্রম এগোবে কি করে। প্রয়োজনে তাদের আবারও চিঠি তাদের মতামত নেওয়া হবে।
সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, ‘কারখানার দূষণের বিষয়গুলো সরকার অবগত রয়েছে। কিন্তু কোন প্রক্রিয়ায় এই দূষণ রোধ করা সম্ভব এবং কিভাবে তা করতে হবে সেই বিষয়ে আমাদের সরকারকে সহযোগীতা করার পাশাপাশি ভুমিকা রাখতে হবে। আমরা আগামী নভেম্বরে পরিবেশ ও নৌ মন্ত্রীকে নারায়ণগঞ্জ এনে এই দূষণের বিষয়গুলো তাদের সামনে তুলে ধরতে চাই। লোকবলের অভাব এটা কোন উল্লেখ করার মত যুক্তি নয়, দেশের মানুষকে কাজে লাগাতে পারলে লোকবলের অভাব হবে না। যেসব প্রতিষ্ঠান দূষণ করছে কিভাবে তাদের দূষণ না করে উৎপাদন প্রক্রিয়ায় আসতে বাধ্য করা যায় সেই কাজটিই পরিবেশ অধিদপ্তর ও কলকারখানা অধিদপ্তরের দায়িত্ব।
এসময় আরো বক্তব্য রাখেন,  এ এল আর ডি নির্বাহী পরিচালক শামসুল হুদা, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রধান সহকারী কর্মকর্তা সাকিব মাহামুদ, নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক ফেরদৌস আনোয়ার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোম্মদ জাকির হোসেন।
এসময় নদীতে শিল্প দূষন রোধে করনীয় বিষয়ে শিল্প, সাংস্কৃতি, সহ পরিবেশবাদি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্যে বলেছেন, নদীতে শিল্পকারখানা ডাইংয়ের বর্জ্য সহ গৃহস্থালীর বর্জ্য পাল্টিক নদীতে ফেলা হচ্ছে। কোন রকম কার্যকরি পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বেশির ভাগ শিল্প কারখানা ডাইংয়ে ইটিপি প্লান্ট নেই। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!
error: Content is protected !!