শিরোনাম
সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান / না’গঞ্জে সার্বিক নিরাপত্তা সচলে বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দলের সাথে ডিসির বৈঠক


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক মাহামুদুর হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন,

মহানগরের আহবায়ক সাখাওয়াত হোসেন খান, জামায়াতের জেলার আমির মমিনুল হক, মহানগরের আমির আব্দুল জাব্বার, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, আন্দোলনকে ঘিরে দুর্বৃত্তরা নাশকতার করে দেশের মানুষ ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ভাংচুর,অগ্নিসংযোগ ও লুটপাট করে অর্থনীতির যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি অপূরণীয়।

সংখ্যালঘুদের নিরাপত্তা,মন্দির, ব্যবসা ও পোশাক শিল্প প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা যাতে পরবর্তীতে নাশকতার না করতে পারে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সজাক থাকার আহবান জানান জেলা প্রশাসক। #
