শিরোনাম
সোনারগাঁওয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি ছিনতাইকারীদের হামলায় নগদ টাকা মালামাল লুট
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি ছিনতাইকারীদের হামলায় নগদ অর্থ, ব্যাগ ও মালামাল লুট হয়েছে। রবিবার রাত দুইটার দিকে মেঘনা টোলপ্লাজা এলাকায় গাড়ি থামিয়ে গ্লাস ভেঙ্গে লুট করে ছিনতাইকারীরা।
গাড়িতে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব আরিফ সোহেল,সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চজ্ঞা,মাহমুদা সুলতানা, রাকিব মোহাম্মদ, মুঈনুল ইসলাম, ইব্রাহিম নীরব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসমিন মিতু ও ছাত্রনেতা মিশু আলী। তাদের মধ্যে রাকিব মোহাম্মদ ও মাহমুদা সুলতানা আহত হয়েছেন।
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের বহনকারী গাড়িটি ছিনতাইকারীদের কবলে পড়েছিল বলে দাবি হাইওয়ে পুলিশের।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারী জানান, ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় হামলার শিকার হন সমন্বয়করা। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত ও তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #