নারায়ণগঞ্জ  রবিবার | ১৬ই নভেম্বর, ২০২৫ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ হেমন্তকাল | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   প্রীতি ফুটবল ম্যাচে সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের জয়   |   বিশ্ব ডায়াসেটিক দিবসে সচেতনতা র‍্যালী, বিনামূল্যে স্বাস্থ্য সেবা আলোচনা সভা    |   জনগণ আ’লীগের ডাকা লকডাউনে সামান্য পরিমাণও সাড়া দেয়নি – এ্যাডঃ সাখাওয়াত   |   মসজিদ আল্লাহর ঘরে আইনজীবী, বিচারপ্রার্থী সবাই ইবাদত করবেন – এড. আনোয়ার   |   লকডাউনে নাশকতা এড়াতে র‌্যাবের চেকপোস্ট ও টহল কঠোর নজরদারি   |   লকডাউনের বিরুদ্ধে যুবদল নেতা রিয়াদ ও সাইফুলের অবস্থান কর্মসূচি পালন   |   আওয়ামীলীগের লকডাউন ঠেকাতে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   ৪ আসনে মোহাম্মদ আলীকে এমপি প্রার্থী’র মনোনয়ন চাইলেন তৃনমূল মুক্তিযোদ্ধারা    |   বন্দরে দেশের বিশ্বস্ত ও স্বীকৃত সেফটি ট্রেনিং প্রতিষ্ঠানের শুভ উদ্ধোধন    |   দলের সিদ্ধান্তই আমাদের একমাত্র পথনির্দেশনা – মাসুদুজ্জামান মাসুদ   |   ১৩ নভেম্বর গণহত্যার রায়ে লকডাউন আহ্বানের বিরুদ্ধে টিপু’র বিশাল মিছিল   |   বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলমের গণসংযোগে ব্যাপক সাড়া   |   জুলাই আন্দোলনে শহীদের শিশু সন্তানের হাতে দিয়ে নমিনেশন সংগ্রহ জাবেদ আলম   |   উদাসীনতায় বন্দর ২০নং ওয়ার্ডের ১০০ফিট সড়কে ময়লা-আবর্জণার স্তূপ    |   মাদক মামলায় এজ যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ   |   মা ও শিশু কল্যান কেন্দ্রে ডিসির মাতৃস্বাস্থ্য নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগ   |   বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন   |   মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের বাড়ি বাড়ি হাজির হবেন – সেন্টু   |   শহীদ জিয়া শুধু রণাঙ্গনে যুদ্ধ করেননি দেশের ক্রান্তিকালে হাল ধরেছেন – মুহাম্মদ গিয়াসউদ্দিন   |   পীরজাদা মারুফ সিরাজ শাহর জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
 প্রচ্ছদ   জেলার খবর   হামলার ঘটনায় দিপু ভূইয়া সহ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন / হামলার ঘটনায় দিপু ভূইয়া সহ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ রুপগঞ্জের মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বাহিনী কতৃক জেবি গ্রুপের চেয়রাম্যান সেলিম প্রধানের মালিকানাধীন জাপান বাংলাদেশ সিকিউরিটি এন্ড পেপারস লিমিটেড এর অফিস, ফ্যাক্টরি, বাড়ি, ঘর ভাংচুর, ককটেল ও গুলি বর্ষনের প্রতিবাদে দিপু ভূইয়া সহ সন্ত্রাসীদের গ্রেফতার ও ন্যায়বিচার পাওয়ার নিমিত্তে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দুপুর ২টায় নগরীর সিনামন রেষ্টুরেন্টে প্রতিষ্ঠানের মালিক সেলিম প্রধান এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।উক্ত সংবাদ সম্মেলনে সেলিম প্রধান বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর (দিপু ভূইয়া) নির্দেশে একদল সন্ত্রাসী আমার বাড়িতে হামলা, গুলি বর্ষন, ককটেল বিস্ফোরন ও ভাঙচুর চালায়। এছাড়া ৫০টি মোটরসাইকেল ও গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং লুটপাট করেছে। আমি গতকাল কোনো একটি মাধ্যম থেকে জানতে পেরেছি, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে আমার বাড়ীতে হামলা হতে পারে। বিষয়টি আমি প্রশাসনের বিভিন্ন সংস্থায় অবগত করে রাখলেও তবুও শেষ রক্ষা হয়নি। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি আরও বলেন, গত আওয়ামীলীগ সরকার আমলে আমি বৈষম্যের স্বীকার হয়েছি, যা এখন অব্যাহত রয়েছে। ৫ আগষ্টের পর আমরা যে গণতান্ত্রিক পরিবেশ চেয়েছিলাম ছাত্র-জনতার রক্তের আন্দোলনের বিনিময়ে তা এখনো বাস্তবায়ন হয়নি। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী তার ছেলে পাপ্পা গাজী, হারিস গংরা সরকারের প্রভাব খাটিয়ে আমাকে বিদেশ যাওয়ার পথে বিমান থেকে গ্রেফতার করে এনে একটি মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন জেলে রেখে আমার বাজারের জায়গাটি ও দোকানপাট ভূয়া কাগজপত্র সৃজন করে এবং আমার স্বাক্ষর জাল করে বাজারের ভাড়া এবং বিভিন্ন ভাড়াটিয়া থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জোরপূর্বক চাঁদাবাজির মাধ্যমে আদায় করে নিয়েছে। এরপর বিজ্ঞ আদালতের নির্দেশে আমি কারাগার থেকে বের হওয়ার পর আমার বাজার নিয়ে এবং আমার বৈধ ভাড়া আমি নিজে উত্তোলনের চেষ্টা করি। এই বিরোধের জেরে ২০২৪ সালের ২৪ মে আমার বাড়ীতে হামলা, গুলিবর্ষন, লুটপাট করে। এ বিষয়ে সন্ত্রাসী গাজী বাহিনীর বালু হাবিব, ডাঃ মজিবুরের বিরুদ্ধে মামলা করলেও তাদের দলীয় ক্ষমতার প্রভাবের কারনে আমি বিচার পাইনি।

তিনি আরও বলেন, গত ২৭ জানুয়ারী সোমবার গাজী গোলাম দস্তগীর, পাপ্পা গাজী, মজিবুর তাদের ফাঁসির দাবীতে আমার বাড়ীর সামনে একটি মানবন্ধন করে। এর পরেরদিন মঙ্গলবার দিপু ভূঁইয়ার নির্দেশে যে হামলা হয়েছে আওয়ামী সরকারের আমলে একই কায়দায় আমার বাড়ীতে অগ্নিসংযোগ, গুলিবর্ষন, লুটপাট করে থাকে। মূলত দিপু ভূঁইয়া, গাজীর ছেলে পাপ্পা গাজীর নির্দেশেই এই তান্ডব লীলা চালায়। দিপু ভূঁইয়া বিএনপি হলেও গাজীর সব সেক্টর সে নিয়ন্ত্রন করছে। দিপু ভূইয়ার নির্দেশে ছাত্রদল নেতা শুটার রাসেলকে দিয়ে আমার বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ চালিয়েছে। বিষয়টি আমি গণমাধ্যমসহ প্রশাসনের সবাইকে অবগত করে রেখেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমার বাড়ীতে সন্ত্রাসী হামলার গণমাধ্যমে খবর দেখতে গেলাম ছাত্রদল-যুবদল সংর্ঘষে আমার বাড়ীতে হামলা। বিষয়টি একেবারেই মিথ্যা ও কাল্পনিক। মূলত বাজারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। যা তাদের মুঠোয় রাখার জন্যই এই হামলা। আমি এই বাজারের জায়গার মালিক হওয়া সত্বেও এই মাফিয়া চক্র সন্ত্রাসীপনা করে আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা। বিভিন্ন দোকান থেকে পাঁচ থেকে দশ লক্ষ টাকা অগ্রীম নিচ্ছে। যেই টাকা আমি সেলিম প্রধান প্রাপ্য টাকার মালিক। প্রতি মাসে পঞ্চাশ লক্ষ টাকা বাজারে চাঁদাবাজী হচ্ছে। আমাদের রূপগঞ্জে অনেক প্রেসক্লাব রয়েছে। কিন্তু প্রত্যেকটা প্রেসক্লাবেই গাজী গোলাম দস্তগীর পছন্দনীয় লোকজন এখনো সভাপতি/সাধারণ সম্পাদক পদে বহাল আছেন। গাজীর ছেলে পাপ্পা গাজী পলাতক থেকে এগুলো নিয়ন্ত্রন করছেন। পাপ্প গাজী একসময়ের গণমাধ্যম মাফিয়া ছিল। তাই তাদেরকে বলবো, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন, দলীয় আজ্ঞাবহ হবেন না।

এ ঘটনায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘আড়তের চুক্তিনামার বিষয়টি আমাদের কাছে এসেছিল, তবে দলিল ভূয়া নাকি সেটা নির্বাহী আদেশের কিছু করার আমাদের এখতিয়ার নেই। এটা জুডিশিয়ারী বিষয়। আদালত থেকে যার পক্ষে রায় হবে তিনি আড়ত পাবেন। হামলার বিষয়ে আমরা প্রতিবেদন দিয়ে দিয়েছি। পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে’।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...