সড়ক দুর্ঘটনায় ৭ পুলিশ সদস্য আহত


আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা- বিশনন্দী অঞ্চলিক মহাসড়কের বাগাদী এলাকায় টহল থেকে ফেরার পথে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে নিয়ন্ত্রণহীন লেগুনার ধাক্কা লেগে।
এ ঘটনায় থানার এক এস আই ও লেগুনার চালক এবং অপর ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ( ১৪ মার্চ) ভোর ৪টায়। আহত পুলিশ সদস্যদের ৩ জনকে
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।
তবে তারা ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন।
অপর ৩ জনকে রাজারাবাগ পুলিশ হাসপাতালে
এবং লেগুনা চালক আরাফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন সত্যতা নিশ্চিৎ করে জানান, এস আই
মাহবুবুর রহমান মামুনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল বগাদী এলাকায় ডিউটি
শেষে থানার দিকে ফিরছিলেন। এ সময় তাদেরকে বহনকারী লেগুনা গাড়িটি নিয়ন্ত্রণ
হারিয়ে পাশের বৈদ্যুতিক খঁূটির সাথে ধাক্কা লেগে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন,
এস আই মামহবুবুর রহমান মামুন, কনষ্টেবল সাইফুল ইসলাম, মোশারফ হোসেন, আল
আমিন (১), আল আমিন (২) এবং আজিজ। তা ছাড়া লেগুনা চালক আরাফাত ও এ ঘটনায়
গুরুতর আহত হয়েছেন।#