শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুনে ১৪ দোকান পুড়ে ছাঁই


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঠের ফার্নিচার মার্কেটে আগুনে ১৪ টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।
মঙ্গলবার রাত ৪ টায় সিদ্ধিরগঞ্জের মক্কীনগর এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷ খবরপেয়ে কাঁচপুর মডার্ণ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর ৫ টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কাঁচপুর মডার্ণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানান, রাত ৪ টারয় ফার্নিচার মার্কেটে হঠাৎ আগুন লেগে তা চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে।
খবরপেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিস দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে। মার্কেটের ১৪ টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর বিস্তারিত বলা যাবে। #