শিরোনাম
ফটো সাংবাদিক তাপস সাহা’র মেজ বোন আর নেই | শোক প্রকাশ


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ দৈনিক ইত্তেফাক ও দৈনিক শীতলক্ষা পত্রিকার ফটো সাংবাদিক তাপস সাহা’র মেজ বোন ডলি রানী সাহা আর নেই। গতকাল ১৮ এপ্রিল শুক্রবার বেলা সাড়ে ১২টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

স্বামী, দুই ছেলে ও এক মেয়ে সংসারে স্বামী ও বড় ছেলে সমির সাহা ইতোপূর্বে মারা গেছেন। ছোট ছেলে রাজীব সাহা ও শর্মিলা সাহা তার মায়ের জন্য সকলের কাছে প্রার্থনা জানিয়েছেন।

বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি তাপস সাহা জানান, ছয় ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয় বোন ছিলেন ডলি রানী সাহা। বয়স্ক হওয়ায় দীর্ঘ দিন যাবৎ অসুস্থ ছিলেন তিনি। দেওভোগ আখড়া বাড়িতে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় মারা যান। বিকাল ৪টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের হিন্দু শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। #
