নারায়ণগঞ্জ  শুক্রবার | ১৬ই মে, ২০২৫ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ গ্রীষ্মকাল | ১৭ই জিলকদ, ১৪৪৬

শিরোনাম
  |   সাংবাদিক জিসান-মিথুনের মুক্তি দাবি রফিউর রাব্বির   |   বিকেএমইএ’র কার্যনির্বাহী সভাপতি হাতেম, ৭ সহ সভাপতি নির্বাচিত   |   মাদক বিক্রির টাকা ভাগভাটোয়ারা নিয়ে জিমখানায় যুবক হত্যা   |   আইভী ইস্যুতে মামলায় রিয়াদ সহ গ্রেফতার ৪   |   বিএনপি থেকে বিহিস্কৃত রিয়াদ মাহামুদ চৌধুরী বিমানবন্দরে আটক   |   আম কুড়াতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত    |   গভীর রাতে অযথা রাস্তায় ঘুরাফেরার অপরাধে ৩ যুবক আটক   |   বন্দরে বজ্রপাতে ৮ম শ্রেণী শিক্ষার্থী নিরবের মৃত্যু   |   অটোরিক্সা চালক জামান মিয়া হত্যা মামলায় তিন আসামীর ফাঁসি   |   বাড়িতে ফেরার পথে পোশাকক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ   |   আজাদ রিফাত ক্রিকেট ফেস্টিভাল সিজন -১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত   |   ৭১ টিভি সাংবাদিক রিয়াজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ   |   আইভীকে গ্রেফতারের সময় বাঁধা প্রদান, হামলা মামলায় ৩ জন গ্রেফতার   |   জমি অধিগ্রহণের চেক প্রদান করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা   |   লায়ন ডিস্ট্রিক্ট নির্বাচনে মনা, মহসিন, রানা নির্বাচিত    |   ইটভাটায় মাটি বিক্রি না করায় পুলিশের উপস্থিতিতে বৃদ্ধার ওপর হামলা   |   ভারত পাকিস্তান যুদ্ধ শুরু, চলছে পাল্টাপাল্টি হামলায়, হতাহত | ৫ বিমান ভূপাতিত   |   হকার জুবায়ের হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন   |   নাসির উদ্দিন পিন্টুর ১০তম মৃত্যু বার্ষিকীতে মহানগর বিএনপির স্মরণ সভা   |   চেকপোস্টে তল্লাশী করে গুলিভর্তি আগ্নেয়াস্ত্র সহ দুজন গ্রেফতার
 প্রচ্ছদ   লীড নিউজ   ৭ খুনের ১১ বছর, রায় কার্যকর না হওয়ায় হতাশ নিহতদের পরিবার
৭ খুনের ১১ বছর, রায় কার্যকর না হওয়ায় হতাশ নিহতদের পরিবার
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আজ ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ১১ বছর পার হলেও বিচার কার্যক্রম শেষ না হওয়ায় আদালতের রায় কার্যকর হয়নি। লোমহর্ষক এ ঘটনার তিন চার বছরের মাথায় জজ কোর্ট এবং হাইকোর্টের রায়ে কিছুটা আশার আলো দেখলেও গেলো ৮ বছরে আর এগোয়নি বিচার কার্য। এতে হতাশায় ভুগছেন নিহতদের পরিবার পরিজন। তাদের চোখে মুখে এখন একটাই জিজ্ঞাসা- কবে শেষ হবে বিচার ?

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালিন প্যানেল মেয়র নজরুল ইসলাম,আইনজীবী চন্দন সরকার তার ড্রাইভার ইব্রাহিম, মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন এবং মনিরুজ্জামান স্বপনের ড্রাইভার জাহাঙ্গীর আলমকে। ৩০ এপ্রিল বন্দরে শীতলক্ষ্যা নদীর তীর থেকে ভেসে উঠে তাদের পেট কাটা, ইট বাঁধা মরদেহ। চাঞ্চল্যকর এ সাত খুনের সাথে র‌্যাবের তিন কর্মকর্তা সহ একাধিক সদস্যের জড়িত থাকার ঘটনায় সারাদেশে তোলপাড় হয়।এ ঘটনায় দু’টি মামলার বাদি হন নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং চন্দন সরকারের মেয়ের জামাতা বিজয় কুমার পাল। ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাব ১১ এর তৎকালিন অধিনায়ক তারেক সাঈদ, অপর দুই কর্মকর্তা মেজর আরিফ, ল্যাফটেন্যান্ট কমান্ডার এম এম রানা সহ ২৬ জনের মৃতুদন্ডাদেশ দেন। ২০১৮ সালের আগস্টে হাইকোর্ট ১৫ আসামীর মৃতুদন্ড বহাল রেখে বাকীদের বিভিন্ন মেয়াদের কারাদন্ড দেন। এ রায়ের পর আসামীরা আপীল করলেও তা এখনো নিষ্পত্তি হয়নি।নিহত জাহাঙ্গীরের সন্তান ও স্ত্রী জানান, উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে জীবন যুদ্ধে লড়াই করতে হচ্ছে প্রতিনিয়ত। নিহত তাজুলের বাবা বলেন, বিচার দেখে যেতে পারলে মনে শান্তি পেতাম। অপরদিকে নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি জানান, একদিকে বিচার না পাওয়ার কষ্ট অন্যদিকে হুমকি ধামকির মধ্যে থাকতে হয়।

নিহত কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, লোমহর্ষক এই হতাকান্ডের বিচার আমরা সকলেই চাই। কিন্তু কেনো সুপ্রিম কোর্টে এ মামলার রায় ঝুলে আছে? কেনো বিচার হচ্ছে না ? আমরা এজন্য নিরাশ হয়ে আছি ! মাননীয় প্রধান উপদেষ্টা, এটর্নি জেনারেল ও প্রধান বিচারপতির কাছে দাবি যাতে উনারা এই বিচারে রায়টি দ্রুত কার্যকর করেন।

মামলার লিভ টু আপীল নিয়ে শেখ হাসিনা সরকারের সমালোচনা করে বাদি পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জের সাত খুন একটি কলঙ্কিত অধ্যায় এবং কলঙ্কিত ঘটনা। যখন এই ঘটনাটি ঘটে তখন নারায়ণগঞ্জে গডফাদারের রাজত্ব কায়েম ছিলো। তখন এখানে আইনের কোন শাসন ছিলো না। আওয়ামীলীগের তৎকালিন এমপি নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান এবং তার দোসর নূর হোসেন বাংলাদশের একটি প্রশিক্ষিত বাহিনীকে টাকার বিনিময়ে ভাড়া করে প্রকাশ্য দিবালোকে অপহরন করে সাতজনকে খুন করে। এই বিভৎসতা দেখে শুধু নারায়ণগঞ্জ নয় পুরো বিশ্বের মানুষ কেঁদে ছিলো। নিম্ন আদালত ও উচ্চ আদালতে মামলার রায় দেয়া হয়। সেখানে ৩৫ আসামীদের ফাঁসি ও যাব্বজীবন কারাদন্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।  আপিল করার পরেও আজ ছয় সাত বছর কেটে গেছে। মামলাটি নিষ্পত্তি হচ্ছে না। বর্তমান সরকারের কাছে অনুরোধ অবিলম্বে দ্রুততার ভিত্তিতে আপিল বিভাগে মামলাটি নিষ্পত্তির ব্যাবস্থা করবেন। পনেরো দিনের মধ্যে শুনানির ব্যাবস্থা করে রায় কার্যকরের দাবী জানানো হয়। তবে আশার বাণী শুনিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ কোর্টের পিপি আবুল কালাম আজাদ। তিনি জানান, এ মামলায় সরকার খুবই আন্তরিক এবং দ্রুত নিষ্পত্তির জন্য কাজ করে যাচ্ছে।সাত খুন কলঙ্ক লেপে দিয়েছে নারায়ণগঞ্জকে তাই সাধারণ মানুষও চান দ্রুত বিচার নিষ্পত্তি ও দোষীদের সাজা কার্যকর হউক। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!
error: Content is protected !!