শিরোনাম
ডাকাতি / এক রাতে তিন বাড়ীতে ডাকাতি


আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রাহ্মনদী ইউনিয়নের দিঘলদী এলাকায় মতিউর রহমানের বাড়ী সহ তিন বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মধ্য রাতে এ ঘটনা গুলো ঘটে।
ডাকাত দল প্রতিটি বাড়ীর গেইটের তালা কেটে বাড়ী ও ঘরের ভিতরে প্রবেশ করে পরিবারের লোকজনদেরকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্ম করে শুধু মতিউরের বাড়ী থেকেই আড়াই ভারি ওজনের স্বর্ণোলংকার, নগদ ৭০ হাজার টাকা এবং দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন লুটে নিয়েছে বলে জানা গেছে।
অপরাপর দুই গৃহকর্তা হলেন একই গ্রামের জুয়েল এবং নুরইসলাম। তাদের ঘর থেকেও একই পরিমাণ মালামাল লুটে নিয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, ঘটনার বিষয়ে লোক মুখে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তবে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#