শিরোনাম
দুই শ্রমিকের কাছে আগ্নেয়াস্ত্র / আড়াইহাজারে পিস্তল সহ ২ যুবকে আটক করেছে পুলিশ


আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পিস্তল সহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো আড়াইহাজার পৌরসভার মুকুন্দি এলাকার আজগর আলীর ছেলে সজীব (২০) এবং সিদ্দিকের ছেলে সোহান (২২)।
সোমবার বিকেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মুকুন্দী এলাকার সজীবের কাছে একটি পিস্তল আছে। এ সংবাদ পেয়ে থানার এসআই আসাদুজ্জামান,এসআই ফরিদ,এসআই সাইফুল, এ এস আই শরীফ এবং এ এস আই নিজাম ওই এলাকায় অভিযান চালিয়ে সজিবকে আটক করে। সজীবের স্বীকারোক্তিতে অভিযান চালিয়ে সোহানের বাড়িতে তল্লাশি চালিয়ে পিস্তলটি উদ্ধার করে সোয়ানকে আটক করেন।
সোহান পাচগাও এলাকায় একটি এমব্রয়ডারি কারখানায় এবং সজীব আড়াইহাজার বাজারে একটি ফার্নিচারের দোকানে কাজ করে বলে জানান। আড়াইহাজার থানার ওসি তদন্ত সাইফুদ্দিন পিস্তল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান উদ্ধারকৃত পিস্তলটি ম্যাচ জাতীয় নকল বলে ধারণা করা হচ্ছে তবে পরীক্ষা নিরীক্ষা করার পর আসল কিনা নকল বোঝা যাবে। আইনি প্রক্রিয়া চলছে। #