শিরোনাম
আড়াইহাজারে জুয়ার আসর থেকে চার পেশাদার জুয়ারী গ্রফতার
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার জুয়ার আসর থেকে চার পেশাদার জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকার একটি জুয়ার আড্ডা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ওই গ্রামের সুন্দর আলী, আমির আলী, জিয়াউর এবং রহমতুল্লাহ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানার এস আই মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম সুন্দর আলীর বাড়ীতে জুয়ার আড্ডায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, গ্রেফতারকৃতরা পেশাদার জুয়ারী। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ এ ধরনের অভিযান অভ্যাহত রাখবে। #