মতবিনিময় / আড়াইহাজারে গ্রাম পুলিশের সাথে থানা পুলিশের মতবিনিময়
শাহজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে আইন-শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে গ্রাম পুলিশের সাথে থানা পুলিশের মতবিনিমা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল দশটায় অস্থায়ী থানা কার্যালয়ে গ্রাম পুলিশের প্যারেড অনুষ্ঠান শেষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম, এ ছাড়াও উপস্থিত ছিলেন থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ওসি তদন্ত সাইফুদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী অত্র থানায় চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম বন্ধের জন্য তিনি গ্রাম পুলিশদেরকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক নির্দেশ প্রদান করেন। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন গ্রাম পুলিশের প্রতি দিক নির্দেশনা মলক ববক্তব্যে বলেন জনগণ যাতে অপরাধমূলক কার্যক্রম করতে না পারে সেদিকে নজর রাখার আহ্বান জানান। এবং জনগণ যাতে আইন নিজের হাতে তুলে নেয় সেই সংবাদ যার যার এলাকায় পৌঁছে দেয়ার নির্দেশ প্রধান করেন।#



