শিরোনাম
প্রতিবাদ / বিসিকে মাদক ব্যবসা সংক্রান্ত সংবাদ ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ
প্রেস বিজ্ঞপ্তিঃ নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরী এলাকার ২ নং গলির জুয়েলের নেতৃত্বে জমজমাট মাদক ব্যাবসা চলছে শিরোনামে একটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করা হয়েছে। এ সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিসিকে অবস্থিত বিপ্লব সূর্য রেস্টুরেন্টের মালিক মোঃ জুয়েল।

জুয়েল সদর উপজেলার শাসনগাঁও এলাকার আব্দুল এর ছেলে।
জুয়েল তার প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন, প্রকাশিত মাদক ব্যবসা সংক্রান্ত সংবাদটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। ওই প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ।
পূর্বশত্রুতার কারনে মিথ্যা তথ্য দিয়ে
পত্রিকার প্রতিবেদককে বিভ্রান্তিতে ফেলে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রকৃত পক্ষে আমি (জুয়েল) একজন রেস্টুরেন্ট ব্যাবসায়ী। আদৌ কোন মাদক ব্যাবসার সাথে কোনরকম সম্পৃক্ততা নেই।
আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে করা হয়েছে। ব্যক্তিগত ও সামাজিক সম্মানহানি ঘটানোর অসৎ উদ্দেশ্যে সংবাদটি প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন স্থানে মাদক নির্মূলে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। কেউ অপরাধে জড়িত থাকলে তা তদন্ত ও প্রমাণ সাপেক্ষেই ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু যাচাই-বাছাই ছাড়া ব্যক্তিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী।
এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী–
মোঃ জুয়েল
পিতাঃ মোঃ আব্দুল
শাসনগাঁও বিসিক – ফতুল্লা
স্বত্যাধিকারী
বিপ্লব সূর্য রেস্টুরেন্ট বিসিক ২ নং গলি।



